Advertisement

Finance Tips: প্রচুর কামিয়েও পকেট খালি কেন? ৯ কারণ জানালেন CA

অনেকে প্রচুর টাকা কামান। কিন্তু মাসের শেষে হাতে কিছুই থাকে না। এমনকী তাদের সেভিংসও থাকে শূন্য। আর হাতে টাকা না থাকার পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নীতিন কৌশিক।

কেন হাতে থাকে না টাকা?কেন হাতে থাকে না টাকা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 4:11 PM IST
  • অনেকে প্রচুর টাকা কামান
  • মাসের শেষে হাতে কিছুই থাকে না
  • তাদের সেভিংসও থাকে শূন্য

অনেকে প্রচুর টাকা কামান। কিন্তু মাসের শেষে হাতে কিছুই থাকে না। এমনকী তাদের সেভিংসও থাকে শূন্য। আর হাতে টাকা না থাকার পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নীতিন কৌশিক।

তাই আর সময় নষ্ট না করে যত দ্রুত সেই ভুলগুলি জেনে নিন। তাতেই খেলা ঘুরে যাবে।

ইনস্যুরেন্স ইনভেস্টমেন্ট নয়

অনেকেই মনে করেন ইনস্যুরেন্স প্রোটেকশন প্লাস রিটার্ন দেয়। তবে এমনটা নয়। মাথায় রাখবেন, শুধু ইনস্যুরেন্স করে কিছু হবে না। পাশাপাশি বিনিয়োগ করতে হবে। তাই ইনস্যুরেন্সের সঙ্গে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন।

লোনের কো পেমেন্ট থাকা

অনেকেই লোন কো পেমেন্ট সই করে ফেলেন। আর এটা করেন বলেই ভোগেন। কারণ, তিনি পেমেন্ট মিস করলে আপনার ক্রেডিট স্কোর কমে যেতে পারে। তাই এই ভুল আর করবেন না।

ক্রেডিট কার্ডে মিনিমাম টাকা দেওয়া

ক্রেডিট কার্ড পেমেন্টের দুটি অপশন থাকে। আপনি চাইলে পুরো টাকা দিয়ে দিতে পারেন। অথবা মিনিমাম টাকা দিতে পারেন। আর এমন পরিস্থিতিতে কিছু মানুষ মিনিমাম টাকা দেন। তাতেই বিপদ বাড়ে। এক্ষেত্রে কৌশিক জানান, এমনটা করলে ৫০ হাজার টাকার লোন হয়ে যেতে পারে ২ লক্ষ টাকা। এক্ষেত্রে ৩৬ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট দেওয়ার রয়েছে আশঙ্কা।

না বুঝে ইনভেস্ট করা

অনেকেই ক্রিপ্টো, এনএফটি-তে না বুঝে ইনভেস্ট করে দেন না। আর তাতে বিপদ বাড়ে। টাকা উড়ে যায়।

খরচ বাড়ানো

অনেকেই যা কামান তার থেকে বেশি খরচ করেন। তার ফলেই কিন্তু গরিব হয়ে যান।

লোনে গাড়ি কেনা

কিছু মানুষ গাড়ি কেনেন লোনে। তাতে প্রথম মাসে খুব ভাল লাগে। তবে ৬০ মাস যখন ইএমআই দিতে হয়, তখন আর ভাল লাগে না। এটা আপনার মাথার টেনশন বাড়াতে পারে।

এক জায়গায় টাকা বিনিয়োগ

কৌশিকের মতে, টাকা সবসময় একাধিক জায়গায় লাগানো উচিত। সেক্ষেত্রে স্টক, ডেবট ফান্ড ও রিয়েল এস্টেটে টাকা ভাগ করে রাখুন। তাতে পোর্টফোলিও ব্যালেন্স হবে।

Advertisement

আয়ের অর্ধেক নিয়ে নিচ্ছে হোম লোন

নিজের ইনকামের অর্ধেকটাই হোম লোন দিয়ে দেন। আর এই ভুলের কারণেই তাদের টাকা থাকে না। এমনকী জমেও না টাকা।

ইনস্ট্যান্ট লোন নেওয়ার ট্র্যাপ

কিছু মানুষ ইনস্ট্যান্ট লোন নেন। আর সেটাই বিরাট বড় ভুল। এক্ষেত্রে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট দিতে হতে পারে। তাই এই ভুল করতে বারণ করলেন কৌশিক।

Read more!
Advertisement
Advertisement