Advertisement

Canara Bank 400 Days Special FD Schemes: ৪০০ দিনের স্পেশাল FD স্কিম, এই ব্যাঙ্কে মিলছে ৭.৭৫ শতাংশ সুদ

১৫ লক্ষ টাকার উপরে নন-কলেবেল ডিপোজিটের উপর ব্যাঙ্ক সাধারণ জনগণকে ৪০০ দিনের জন্য ৭.৪৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। একই সময়ের মেয়াদে প্রবীণ নাগরিকরা বার্ষিক ৭.৭৫ শতাংশ হারে সুদ পাবেন।

৪০০ দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম, এই ব্যাঙ্কে মিলছে ৭.৭৫ শতাংশ সুদ৪০০ দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম, এই ব্যাঙ্কে মিলছে ৭.৭৫ শতাংশ সুদ
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 28 Jan 2023,
  • अपडेटेड 8:17 AM IST
  • ব্যাঙ্ক ৬৬৬ দিনের জন্য স্থায়ী আমানতের উপর ৭ শতাংশ সুদ দিচ্ছে
  • প্রবীণ নাগরিকরা ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন

পাবলিক সেক্টর ব্যাঙ্ক কানারা ব্যাঙ্ক (Canara Bank) ফিক্সড ডিপোজিটের একটি দুর্দান্ত স্কিম অফার করছে। ব্যাঙ্ক এই স্কিমের অধীনে বিনিয়োগে সাত শতাংশের বেশি সুদ দিচ্ছে। আপনি যদি ফিক্সড ডিপোজিট (FD) এ বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তাহলে কানারা ব্যাঙ্কের স্পেশাল ৪০০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে (Canara Bank 400 Days Special FD Schemes) বিনিয়োগ করতে পারেন। সম্প্রতি কানারা ব্যাঙ্ক দুই কোটি টাকার কম আমানতে সুদের হার বাড়িয়েছে। নতুন রেট ১৮ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

৪০০ দিনের বিশেষ স্কিম (400 Days Special FD Schemes)

৪০০ দিনের বিশেষ স্কিমের কথা কানারা ব্যাঙ্ক টুইট করে জানিয়েছিল। ব্যাঙ্ক বলেছিল, এতে বিনিয়োগ করলে বছরে ৭.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্যের জন্য আপনি আপনার নিকটস্থ শাখায় যোগাযোগ করতে পারেন। ১৫ লক্ষ টাকার উপরে নন-কলেবেল ডিপোজিটের উপর ব্যাঙ্ক সাধারণ জনগণকে ৪০০ দিনের জন্য ৭.৪৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। একই সময়ের মেয়াদে প্রবীণ নাগরিকরা বার্ষিক ৭.৭৫ শতাংশ হারে সুদ পাবেন।

আরও পড়ুন

৬৬৬ দিনের জন্য FD

এর পাশাপাশি, ব্যাঙ্ক ৬৬৬ দিনের জন্য স্থায়ী আমানতের উপর ৭ শতাংশ সুদ দিচ্ছে। একই সঙ্গে প্রবীণ নাগরিকরা ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। যারা ফিক্সড ডিপোজিট স্কিমে দুই বছরের বেশি এবং তিন বছরের কম সময় বিনিয়োগ করছেন তাঁরা ৬.৮ শতাংশ হারে এবং সিনিয়র সিটিজেনরা ৭.৩ শতাংশ হারে সুদ পাবেন। তিন বছরের বেশি এবং পাঁচ বছরের কম সময়ের আমানতে সাধারণ নাগরিকরা ৬.৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭ শতাংশ হারে সুদ পাবেন।

রেপো রেট বৃদ্ধি

২০২২ সালে রিজার্ভ ব্যাঙ্ক ক্রমাগত রেপো রেট বাড়িয়েছিল। এরপর থেকে দেশের সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছিল। ফেব্রুয়ারি মাসে ফের একবার হতে চলেছে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির বৈঠক। বলা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাঙ্ক আবারও রেপো রেট বাড়াবে। তবে এবার আগের চেয়ে কম হারে রেপো রেট বাড়বে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement