Advertisement

CBSE-র মেরিট স্কলারশিপে বড় আপডেট, কারা ও কীভাবে পাবেন?

ছাত্রীদের জন্য মেরিট স্কলারশিপে আবেদনের দিনক্ষণ বাড়িয়ে দিল CBSE। কতদিন পর্যন্ত আবেদন করা যাবে এই স্কিমে। কারা আবেদন করতে পারবেন, কীভাবে মিলবে সুবিধা?

নিজস্ব চিত্র নিজস্ব চিত্র
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Oct 2025,
  • अपडेटेड 11:44 AM IST
  • CBSE শিশুকন্যাদের জন্য মেরিট স্কলারশিপে আবেদনের দিন বাড়াল
  • কারা আবেদন করতে পারবেন এই স্কিমে
  • এই প্রকল্পে কী কী সুবিধা মিলবে?


সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) এবার 'সিঙ্গল গার্ল চাইল্ড মেরিট স্কলারশিপ স্কিম'-এর জন্য আবেদন জমা করার সময় বাড়াল। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই প্রকল্পের জন্য আবেদন জমা করা যাবে। এই স্কিমের মূল উদ্দেশ্য, দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ভাল ফল করা অভাবী অথচ মেধাবী ছাত্রীদের আর্থিক সহায়তা। যাতে CBSE অনুমোদিত স্কুলগুলিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে ভর্তি এবং পড়ার সুযোগ পায় তারা। 

CBSE-র জারি করা নোটিফিকেশন অনুসারে, যোগ্য আবেদনকারী www.cbse.gov.in ওয়েবসাইটে গিয়ে ২০ নভেম্বর পর্যন্ত এই স্কিমের জন্য আবেদন করার সুযোগ পাবে। 

রিনিউয়াল পোর্টাল
যে পড়ুয়ারা ২০২৪ সালে স্কলারশিপ পেয়েছিল তাদের জন্য রিনিউয়াল পোর্টালও চালু করা হয়েছে। স্কলারশিপের মেয়াদ বাড়ানোর জন্যও সরকারের তরফে সহায়তা পাবে মেধাবী পড়ুয়ারা। 

কারা আবেদন করতে পারবেন? 
CBSE-এর এই মেরিট স্কলারশিপ অ্যাকাডেমিক স্তরে শ্রেষ্ঠ পড়ুয়াদেরই সাহায্য করার জন্য প্রদান করা হয়। ছাত্রীদের মধ্যে শিক্ষিতের হার বৃদ্ধি করার জন্যই এই স্কিম চালু করা হয়েছিল। মা-বাবার একমাত্র কন্যা সন্তান যে CBSE-র দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৭০%-এর বেশি নম্বর পেয়ে পা করেছে, তারাই এই স্কিমের জন্য আবেদন করতে পারবে। তাদের CBSE-র স্কুলেই একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়ার জন্য এনরোল করতে হবে। এই স্কিমে আবেদনকারীর একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে স্কুলের মাসিক ফি ৩ হাজার টাকার বেশি হওয়া চলবে না। এছাড়াও পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। আবেদনের সময়ে যথাযথ প্রমাণ দিতে হবে এর সাপেক্ষে। 

কীভাবে আবেদন করবেন?
CBSE-র অফিশিয়াল ওয়েবসাইট www.cbse.gov.in-এ গিয়ে 'সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ এক্স-২০২৫ আরইজি'-তে ক্লিক করতে হবে। এরপর 'SGC-X'-এ ক্লিক করে নিউ অথবা রিনিউয়াল অপশন বেছে নিতে হবে। ফর্ম ফিল আপ করে স্কুলের প্রিন্সিপালের অনুমোদন করা নথি এবং ফি স্লিপ আপলোড করতে হবে। 

সিলেকশন এবং ভেরিফিকেশন প্রক্রিয়া
নতুন স্কলারশিপের জন্য আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে পারিবারিক বার্ষিক আয় এবং শিক্ষাগত মাপকাঠির ভিত্তিতে। রিনিউয়ালের জন্য ছাত্রদের একাদশ শ্রেণির পরীক্ষায় ৭০% নম্বর রাখতে হবে। দ্বাদশ শ্রেণিতে প্রোমোশনের নথিও জমা করতে হবে। সমস্ত আবেদনপত্র ভেরিফাই হবে স্কুলে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement