Advertisement

Census 2027: শুরু হবে জনগণনা, মোবাইলেই কীভাবে ফর্ম ফিলআপ? স্টেপ বাই স্টেপ প্রসেস রইল

এ বারই প্রথম, আদমশুমারিতে থাকছে স্ব-গণনার সুবিধা। অর্থাৎ, নাগরিকরা নিজেরাই অনলাইনে বা মোবাইলের মাধ্যমে আদমশুমারির তথ্য জমা দিতে পারবেন।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Jan 2026,
  • अपडेटेड 3:39 PM IST
  • এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়া শেষ হওয়ার পরই দেশে শুরু হতে চলেছে ২০২৭ সালের আদমশুমারি।
  • মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে, এই আদমশুমারি দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে পরিবারের তালিকা তৈরি ও গৃহসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।

এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়া শেষ হওয়ার পরই দেশে শুরু হতে চলেছে ২০২৭ সালের আদমশুমারি। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে, এই আদমশুমারি দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে পরিবারের তালিকা তৈরি ও গৃহসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। আর দ্বিতীয় ধাপে করা হবে জনসংখ্যা ও বর্ণভিত্তিক গণনা।

এ বারই প্রথম, আদমশুমারিতে থাকছে স্ব-গণনার সুবিধা। অর্থাৎ, নাগরিকরা নিজেরাই অনলাইনে বা মোবাইলের মাধ্যমে আদমশুমারির তথ্য জমা দিতে পারবেন।

কবে শুরু হবে আদমশুমারি?
ভারতে প্রথম আদমশুমারি হয়েছিল ১৮৭২ সালে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের আদমশুমারি হবে দেশের ১৬তম জনগণনা।

প্রথম ধাপ: গৃহতালিকাকরণ ও গৃহগণনা
শুরু হবে ১ এপ্রিল, ২০২৬ থেকে
কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকাকরণ শুরুর ১৫ দিন আগে থেকেই স্ব-গণনার সুযোগ মিলবে

দ্বিতীয় ধাপ: জনসংখ্যা ও বর্ণ গণনা
শুরু হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে

কীভাবে নিজে অনলাইনে ফর্ম পূরণ করবেন?
২০২২ সালের মার্চে কেন্দ্র সরকার ১৯৯০ সালের আদমশুমারি বিধি সংশোধন করে। তার ফলেই নাগরিকদের নিজে তথ্য দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, স্ব-গণনার পোর্টালটি পাওয়া যাবে ১৬টি ভাষায়।
ইংরেজি ও হিন্দির পাশাপাশি থাকবে—
তামিল, তেলুগু, উর্দু, অসমিয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, কোঙ্কানি, মালায়ালম, মণিপুরী, মারাঠি, নেপালি, ওড়িয়া ও পাঞ্জাবি ভাষার সুবিধা।

কী কী ধাপে করতে হবে?
স্ব-গণনার জন্য প্রক্রিয়াটি হবে এই রকম
প্রথমে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে
এরপর SE (Self Enumeration) পোর্টালে লগ ইন করতে হবে
আদমশুমারির ফর্মে থাকা সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে
ফর্ম জমা দেওয়ার পর একটি রেফারেন্স আইডি তৈরি হবে
এই রেফারেন্স আইডিটি নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো হবে

গণনাকারী এলে কী করবেন?
পরবর্তীতে যখন সরকারি গণনাকারীরা মাঠপর্যায়ে আপনার বাড়িতে আসবেন, তখন আপনাকে ওই রেফারেন্স আইডি দেখাতে হবে। যদি আপনি আগে থেকেই অনলাইনে ফর্ম পূরণ করে থাকেন, তাহলে গণনাকারী সেই তথ্য যাচাই করবেন। যাচাই সম্পন্ন হলে, সেই তথ্যই আদমশুমারির মূল ডেটাবেসে অন্তর্ভুক্ত করা হবে।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement