Advertisement

NHCX Portal: একটি পোর্টালেই সব স্বাস্থ্যবিমার ক্লেম, কীরকম? দুর্দান্ত সুবিধা

কেন্দ্রের একটি বিবৃতিতে জানা গিয়েছে, আদিত্য বিড়লা, স্টার হেল্থ, বাজাজ অ্যালায়েঞ্জ, HDFC Ergo,  ICICI Lombard General Insurance, নিউ ইন্ডিয়া অ্যাসিওর‍্যান্স, Tata AIG জেনারেল ইনসিওর‍্যান্স, প্যারামাউন্ট TPA, ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওর‍্যান্স কোম্পানি ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট হিসেবে NHCX-এ যুক্ত হয়েছে। 

Health Insurance
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 May 2024,
  • अपडेटेड 3:28 PM IST
  • কবে এই পোর্টাল লঞ্চ করবে কেন্দ্র?
  • এখন স্বাস্থ্যবিমায় কী সমস্যা হয়?
  • আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অংশ

National Health Claim Exchange : স্বাস্থ্য বিমার (Health Insurance) ক্লেম করতে বর্তমানে একাধিক সংস্থার নিজস্ব পোর্টালে ভিজিট করতে হয়। এবার সেই সব ঝক্কি থেকে মুক্তি। একটি পোর্টালেই আপনি স্বাস্থ্যবিমার ক্লেম সাবমিট ও প্রসেস করত পারবেন। দেশের সব হাসপাতালের জন্য বিমার জন্য একটি পোর্টালেই লগ ইন করলে হবে। যার নির্যাস, সব হাসপাতালের স্বাস্থবিমা এক ছাতার তলায়। কেন্দ্রীয় সরকার লঞ্চ করছে ন্যাশনাল হেল্থ ক্লেম এক্সচেঞ্জ (NHCX)। 

কবে এই পোর্টাল লঞ্চ করবে কেন্দ্র?

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, আগামী দু থেকে তিন মাসের মধ্যেই চলে আসবে ন্যাশনাল হেল্থ ক্লেম এক্সচেঞ্জ পোর্টাল। সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন। এই পোর্টাল চলে এলে স্বাস্থ্যবিমার অনুমোদন পেতে আর দেরি হবে না। ফলে বিমার টাকা তাড়াতাড়ি পেয়ে যাবেন। রোগীকেও তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবে হাসপাতাল। সব মিলিয়ে স্বাস্থ্যবিমার গোটা প্রক্রিয়ারই সময় অনেক কমে যাবে।

এখন স্বাস্থ্যবিমায় কী সমস্যা হয়?

বর্তমানে প্রতিটি বিমা সংস্থার আলাদা পোর্টাল। ফলে হাসপাতালগুলিকে সংস্থার নাম দেখে সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে আবেদন করতে হয়। তার জেরে অনেক সময় লাগে। এই পোর্টাল তৈরি করছে ন্যাশনাল হেল্থ অথরিটি ও IRDAI। 

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অংশ


'পোর্টালটি প্রস্তুত এবং আগামী দুই-তিন মাসের মধ্যে চালু হতে পারে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের (এবিডিএম) অংশ হিসাবে দাবি বিনিময়টি তৈরি করা হয়েছে,' নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বিষয়টি সম্পর্কে সচেতন কেন্দ্রীয় সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেন।

কেন্দ্রের একটি বিবৃতিতে জানা গিয়েছে, আদিত্য বিড়লা, স্টার হেল্থ, বাজাজ অ্যালায়েঞ্জ, HDFC Ergo,  ICICI Lombard General Insurance, নিউ ইন্ডিয়া অ্যাসিওর‍্যান্স, Tata AIG জেনারেল ইনসিওর‍্যান্স, প্যারামাউন্ট TPA, ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওর‍্যান্স কোম্পানি ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট হিসেবে NHCX-এ যুক্ত হয়েছে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement