Advertisement

Pension News: পেনশন তোলা যাবে যে কোনও ব্যাঙ্কের যে কোনও ব্রাঞ্চে, EPFO-তে বড় বদল

দেশের যে কোনও ব্যাঙ্কের, যে কোনও শাখা থেকে পেনশন তোলা যাবে। নতুন সিস্টেম চালু করছে কেন্দ্রীয় সরকার। নাম সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম। ২০২৫ সাল থেকেই এর সূচনা করবে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। ইতিমধ্য়েই অক্টোবরের শেষে এই সিস্টেমের ট্রায়াল রান হয়ে গিয়েছে। 

EPFO গ্রাহকদের জন্য বড় আপডেট।EPFO গ্রাহকদের জন্য বড় আপডেট।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Nov 2024,
  • अपडेटेड 3:14 PM IST

দেশের যে কোনও ব্যাঙ্কের, যে কোনও শাখা থেকে পেনশন তোলা যাবে। নতুন সিস্টেম চালু করছে কেন্দ্রীয় সরকার। নাম সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম। ২০২৫ সাল থেকেই এর সূচনা করবে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। ইতিমধ্য়েই অক্টোবরের শেষে এই সিস্টেমের ট্রায়াল রান হয়ে গিয়েছে। 

এতে কী লাভ হবে?

মাসের শেষ ও শুরুতে ব্যাঙ্কের শাখার সামনে লম্বা লাইন। পেনশন তুলতে দাঁড়িয়ে সিনিয়র সিটিজেনরা। অনেকে বাড়ি থেকে দূরের শাখায়, অশক্ত শরীরে গিয়ে পেনশন তোলেন। এই সমস্যারই সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

সেন্ট্রালাইজড পেনশন সিস্টেমে দেশের যে কোনও ব্যাঙ্কের, যে কোনও শাখা থেকেই পেনশন নেওয়া যাবে অবসরপ্রাপ্তরা। স 

ইপিএফও সদস্যদের জন্য সুখবর

শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র মেম্বাররা এতে উপকৃত হবেন। এই নতুন সিস্টেমে নথিপত্রের ঝামেলা কমবে। পেনশন প্রসেসিং-এ জটিলতাও কমবে।

প্রযুক্তির প্রয়োগ

এই সিস্টেমে পেনশন প্রাপকদের ব্যাঙ্ক পরিবর্তন বা অন্যত্র স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে ফিজিকালি গিয়ে পেমেন্ট অর্ডার ট্রান্সফার করতে হবে না। ব্যাঙ্ক বা লোকেশন নির্বিশেষে সহজেই পেনশন পাওয়া যাবে।

১৯৯৫ সালের এমপ্লয়িজ পেনশন স্কিমের প্রায় ৭৮ লক্ষ গ্রাহকের জন্য এটি নিঃসন্দেহে একটি সুখবর। মাসিক ₹১৫,০০০ পর্যন্ত পেনশন প্রাপকদের জন্য প্রযোজ্য।

বর্তমানে একটি ডিসেন্ট্রালাইজড পদ্ধতিতে পেনশন দেওয়া হয়। প্রতিটি আঞ্চলিক ইপিএফও অফিস সেখানকার নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের সঙ্গে আলাদা করে চুক্তি করে। সেই কারণে পেনশনভোগীদের নির্দিষ্ট ব্যাঙ্ক ও শাখার থেকেই পেনশন তুলতে হয়।

নতুন সিস্টেমে নতুন পেনশনভোগীদের আর নির্দিষ্ট কোনও ব্যাঙ্ক শাখায় ভেরিফিকেশনের জন্য যেতে হবে না। দ্রুত পেনশন অ্যাকাউন্ট অ্যাকটিভেট হয়ে যাবে। সেই সঙ্গে পেমেন্ট ট্রান্সফারের প্রসেসটাও আরও তাড়াতাড়ি হবে।

২৯-৩০ অক্টোবরের ট্রায়াল রান হয়েছে। আইটি ভিত্তিক আর্থিক প্ল্যাটফর্মের মাধ্যমে ৪৯,০০০ অ্যাকাউন্টে ₹১১ কোটি টাকার পেনশন পাঠানো হয়েছে। পুরোটা নির্বিঘ্নেই হয়েছে। ফলে আপাতত পুরোদমে এই সিস্টেম চালু করার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। নতুন বছরেই দেশজুড়ে এই সিস্টেম চালু হতে পারে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement