Advertisement

Changes form 1 November 2024: ক্রেডিট কার্ডে থেকে LPG... ১ নভেম্বর থেকে বদল এই ৬ ক্ষেত্রে

নিয়ম পরিবর্তন: এলপিজি থেকে ক্রেডিট কার্ডে... এই 6টি বড় পরিবর্তন 1 নভেম্বর থেকে কার্যকর হবে, প্রতিটি বাড়ি এবং প্রতিটি পকেট প্রভাবিত হবে!

changes from 1 november: ১ নভেম্বর থেকে বদল এই নিয়মে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2024,
  • अपडेटेड 9:39 AM IST

Changes form 1 November 2024: অক্টোবরের শেষ। আসন্ন নভেম্বরে বেশ কয়েকটি বড় পরিবর্তন আসতে চলেছে। এগুলি দেশের প্রতিটি পরিবারের জন্যই গুরুত্বপূর্ণ। ১ নভেম্বর থেকেই এই পরিবর্তনগুলি হবে। সকলের জীবনেই এর প্রভাব পড়বে। আসুন জেনে নেওয়া যাক ঠিক কী কী বদল হচ্ছে।

১. এলপিজি সিলিন্ডারের দাম

প্রতি মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ার বা কমার সম্ভাবনা থাকে। এক্ষেত্রেও অন্যথা নয়। এই মাসের ১ নভেম্বরও এই দামে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরেই ১৪ কিলোর রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বদলায়নি। অবশেষে সেটা হয়তো কমতে পারে।

২. এএফটি ও সিএনজি-পিএনজি রেট

এলপিজির পাশাপাশি, ১ নভেম্বর এয়ার টারবাইন ফুয়েল (এএফটি) এবং সিএনজি-পিএনজির দামেও পরিবর্তন আসতে পারে। গত কয়েক মাসে এয়ার ফুয়েলের দাম কিছুটা কমেছে।

৩. এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম

১ নভেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) তাদের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আনতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, আন-সিকিওর্ড এসবিআই ক্রেডিট কার্ডের জন্য প্রতি মাসে ৩.৭৫% ফাইন্যান্স চার্জ দিতে হবে এবং ইউটিলিটি বিলে ৫০,০০০ টাকার উপরে ১% অতিরিক্ত চার্জও দিতে হবে।

৪. মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম

নতুন ইনসাইডার ট্রেডিং নিয়মাবলী আসছে। মিউচ্যুয়াল ফান্ডের এই নিয়ম ১ নভেম্বর থেকে কার্যকর হবে। এই নতুন নিয়ম অনুযায়ী, এএসএমসির ফান্ডে ১৫ লাখ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ট্রেডিংয়ের তথ্য তাদের কমপ্লায়েন্স অফিসারকে জানাতে হবে।

৫. টেলিকম কোম্পানির নতুন নিয়ম

১ নভেম্বর থেকে টেলিকম সেক্টরেও নতুন নিয়ম কার্যকর হবে। সরকার জিও, এয়ারটেলসহ সব টেলিকম কোম্পানিকে স্প্যাম নম্বর ব্লক করার নির্দেশ দিয়েছে। ফলে, সিম ব্যবহারকারীদের কাছে ম্যাসেজ পৌঁছানোর আগেই তা স্প্যাম লিস্টে অন্তর্ভুক্ত করা হবে।

৬. ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ

নভেম্বর মাসে বিভিন্ন ছুটির কারণে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ছুটি রিজিওনের উপর নির্ভর করে। এই সময় ব্যাঙ্কিং পরিষেবা শুধুমাত্র শাখাতেই বন্ধ থাকবে। অনলাইনে ২৪X৭ চালু থাকবে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement