Advertisement

Chicken Price Drop: রাজ্যজুড়ে কমছে চিকেনের দর; ৭ দিনে ২০% পড়ল মাংসের দাম

Chicken Price in Bengal: গত এক সপ্তাহ ধরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের জেলাগুলিতে ফের নিম্নমুখী চিকেনের দর। গত দিন সাতেকে প্রায় ২০ শতাংশ পড়েছে মাংসের দাম। চলুন জেনে নেওয়া যাক রাজ্যের কোন জেলায় কত যাচ্ছে চিকেনের দাম...

রাজ্যজুড়ে কমছে চিকেনের দর; ৭ দিনে ২০% পড়ল মাংসের দাম!রাজ্যজুড়ে কমছে চিকেনের দর; ৭ দিনে ২০% পড়ল মাংসের দাম!
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2023,
  • अपडेटेड 10:06 AM IST
  • গত এক সপ্তাহ ধরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের জেলাগুলিতে ফের নিম্নমুখী চিকেনের দর।
  • গত দিন সাতেকে প্রায় ২০ শতাংশ পড়েছে মাংসের দাম।

Chicken Price Drop: ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে বাড়তে শুরু করে পোল্ট্রির মুরগির মাংসের দাম। মার্চ মাসের মাঝামাঝি সময়ে কলকাতার বেশ কিছু এলাকার বাজারে মুরগির কাটা মাংসের দাম কেজিতে ২৬০-২৭০ টাকা ২৬০-২৭০ টাকা হয়ে গিয়েছিল। তবে গত এক সপ্তাহ ধরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের জেলাগুলিতে ফের নিম্নমুখী চিকেনের দর। গত দিন সাতেকে প্রায় ২০ শতাংশ পড়েছে মাংসের দাম। চলুন জেনে নেওয়া যাক রাজ্যের কোন জেলায় কত যাচ্ছে চিকেনের দাম...

ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WEST BENGAL POULTRY FEDERATION)-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৭ দিনে কেজিতে ৪০-৪৫ টাকা সস্তা হয়েছে পোল্ট্রির মুরগির মাংস। বর্তমানে কলকাতায় গোটা মুরগির মাংসের দর প্রতি কেজিতে ১৩০-১৩৮ টাকা, কাটা মাংসের দর ২১০-২১৫ টাকা কেজি। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় গোটা মুরগির মাংস প্রতি কেজিতে ১২২-১২৮ টাকা, কাটা চিকেনের দর ২০৫-২১০ টাকা কেজি।

সোমবার থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এখন গোটা মুরগির মাংস প্রতি কেজিতে ১১৬-১২৩ টাকা আর কাটা ১৯৫-২০০ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১১২-১১৯ টাকা আর কাটা মাংসের দর ১৯০-১৯৫ টাকা কেজি।

আরও পড়ুন

হুগলি আর বর্ধমানে গোটা চিকেনের দাম ১১৫-১২২ টাকা আর কাটা মাংসের দর ১৯৫-২০০ টাকা কেজি। নদিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১১৮-১২৪ টাকা আর কাটা মাংসের দাম ২০০-২০৫ টাকা কেজি। বীরভূম-মুর্শিদাবাদে গোটা চিকেনের দাম ১০৮-১১৬ টাকা কেজি আর কাটা মাংসের দাম ১৮০-১৮৫ টাকা কেজি।

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গোটা চিকেনের দাম ১০১-১০৭ টাকা কেজি আর কাটা মাংস ১৭০-১৭৫ টাকা কেজি। কোচবিহার, জলপাইগুড়িতে গোটা চিকেনের দাম প্রতি কেজিতে ৯৩-১০০ টাকা আর কাটা ১৬০-১৬৫ টাকা কেজি। শিলিগুড়িতে গোটা চিকেনের দাম কেজিতে ৯৬-১০৪ টাকা আর কাটা মাংসের দাম ১৬৫-১৭০ টাকা কেজি। দার্জিলিংয়ে চিকেন গোটা ৯৯-১০৯ টাকা কেজি আর কাটা মাংস ১৭০-১৭৫ টাকা কেজি। আলিপুরদুয়ারে গোটা মুরগির মাংস প্রতি কেজিতে ৯২-১০০ টাকা আর কাটা মাংস ১৫৫-১৬০ টাকা কেজি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement