Advertisement

Confirm Ticket Date Change Rule: বাতিল করতে হবে না, এবার থেকে ট্রেনের কনফার্মড টিকিটের দিন বদল করা যাবে

বর্তমানে, যদি কোনও যাত্রী যদি ভ্রমণের তারিখ পরিবর্তন করতে চান, তবে টিকিট বাতিল করতে হয় এবং নতুন টিকিট বুকিং করতে হয়। টিকিট বাতিল করতে গেলে, নির্দিষ্ট কিছু টাকা কাটা হয় রেলে তরফে। ট্রেন ছাড়ার কতক্ষণ আগে টিকিট ক্যানসেল করা হচ্ছে তার সময়ের উপর নির্ভর করে ক্যানসেল চার্জে ছাড় মেলে।

বাতিল করতে হবে না, এবার থেকে ট্রেনের কনফার্মড টিকিটের দিন বদল করা যাবেবাতিল করতে হবে না, এবার থেকে ট্রেনের কনফার্মড টিকিটের দিন বদল করা যাবে
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 08 Oct 2025,
  • अपडेटेड 6:59 AM IST
  • নতুন তারিখে কাফার্মড টিকিট দেওয়া হবে কি না তা সম্পূর্ণরূপে সিট খালি থাকার উপর নির্ভর করবে
  • নতুন তারিখে ভাড়া বেশি হলে, যাত্রীকে সেটা দিতে হবে

যাত্রীদের জন্য বিরাট সুবিধা চালু করছে রেল। এখন, যাত্রীরা ট্রেনের টিকিট ক্যানসেল না করেও যাত্রার দিন পরিবর্তন করতে পারবেন। অনেক সময়ে নানা কারণে আগে থেকে কাটা টিকিট বাতিল করতে হয়। সেই বাবদ কিছু টাকাও কেটে নেয় রেল। এবার সেই সমস্যা মিটতে চলেছে। সূত্র জানিয়েছে যে এই নতুন অনলাইন সিস্টেমটি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে কনফার্মড টিকিট বাতিল করলেও যাত্রীদের ক্যানসেল চার্জ দিতে হবে না। বরং তাঁরা নিজেদের সুবিধামতো যাত্রার দিন বদলে নিতে পারবেন। 

বর্তমান নিয়মগুলি যাত্রীদের জন্য বোঝা

বর্তমানে, যদি কোনও যাত্রী যদি ভ্রমণের তারিখ পরিবর্তন করতে চান, তবে টিকিট বাতিল করতে হয় এবং নতুন টিকিট বুকিং করতে হয়। টিকিট বাতিল করতে গেলে, নির্দিষ্ট কিছু টাকা কাটা হয় রেলে তরফে। ট্রেন ছাড়ার কতক্ষণ আগে টিকিট ক্যানসেল করা হচ্ছে তার সময়ের উপর নির্ভর করে ক্যানসেল চার্জে ছাড় মেলে। উদাহরণস্বরূপ, ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৪৮ থেকে ১২ ঘণ্টা আগে টিকিট বাতিলের ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় প্রযোজ্য। ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ১২ থেকে ৪ ঘণ্টা আগে বাতিলের ক্ষেত্রে আরও বেশি ফি প্রযোজ্য। রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার পরে টাকা ফেরত পাওয়া যায় না।

আরও পড়ুন

সূত্র অনুসারে, নতুন তারিখে কাফার্মড টিকিট দেওয়া হবে কি না তা সম্পূর্ণরূপে সিট খালি থাকার উপর নির্ভর করবে। নতুন তারিখে ভাড়া বেশি হলে, যাত্রীকে সেটা দিতে হবে। তবে, ভ্রমণের তারিখ পরিবর্তনের জন্য কোনও অতিরিক্ত ফি বা জরিমানা লাগবে না। রেলের এই পদক্ষেপে লক্ষ লক্ষ যাত্রীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা দেবে। কারণ, প্রায়ই টিকিট বাতিল করতে হয় কোনও কারণে। তবে নতুন ব্যবস্থা সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রেল মন্ত্রক। 

রেল বোর্ডের কঠোর নির্দেশ

এদিকে, রেল বোর্ড সমস্ত জোনকে কোনও নতুন প্রকল্পের কাজ শুরু করার আগে একটি ট্র্যাফিক সমীক্ষা পরিচালনা করার নির্দেশ দিয়েছে। এর পরেই, চূড়ান্ত অবস্থান জরিপ (FLS) এবং বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (DPR) প্রস্তুত করা হবে। বোর্ড জানিয়েছে যে অনেক জোন সেই পদ্ধতি অনুসরণ করেনি, যার অনুসরণে এই কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement