Advertisement

Confirmed Railway Ticket: 'রেলের সব টিকিটই কনফার্মড হবে', বললেন রেলমন্ত্রী,  কবে থেকে?

আগামী পাঁচ বছরে প্রায় সমস্ত রেল যাত্রী নিশ্চিত টিকিট পেতে চলেছেন। মঙ্গলবার কেন্দ্রীয় রেল ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা বলেছেন। তিনি বলেন, '১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলপথে অভূতপূর্ব পরিবর্তন করেছেন। আগামী পাঁচ বছরে, প্রধানমন্ত্রী মোদী গ্যারান্টি দেন যে রেলের ক্ষমতা এতটাই বাড়ানো হবে যে, প্রায় সকলেই নিশ্চিত টিকিট পেতে পারেন।'

টিকিটের কাউন্টার। ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 24 Apr 2024,
  • अपडेटेड 3:34 PM IST
  • আগামী পাঁচ বছরে প্রায় সমস্ত রেল যাত্রী নিশ্চিত টিকিট পেতে চলেছেন।
  • মঙ্গলবার কেন্দ্রীয় রেল ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা বলেছেন।

আগামী পাঁচ বছরে প্রায় সমস্ত রেল যাত্রী নিশ্চিত টিকিট পেতে চলেছেন। মঙ্গলবার কেন্দ্রীয় রেল ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা বলেছেন। তিনি বলেন, '১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলপথে অভূতপূর্ব পরিবর্তন করেছেন। আগামী পাঁচ বছরে, প্রধানমন্ত্রী মোদী গ্যারান্টি দেন যে রেলের ক্ষমতা এতটাই বাড়ানো হবে যে, প্রায় সকলেই নিশ্চিত টিকিট পেতে পারেন।'

রেলমন্ত্রীর দাবি, ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ৩১,০০০ কিলোমিটার নতুন ট্র্যাক তৈরি করা হয়েছিল। এবং প্রায় ৫ হাজার কিলোমিটার বিদ্যুতায়ন করা হয়েছিল। ২০০৪-২০১৪ সাল পর্যন্ত মাত্র ৩২,০০০ কোচ তৈরি করা হয়েছিল। গত ১০ বছরে ৫৪ হাজার কোচ তৈরি হয়েছে। ডেডিকেটেড মালবাহী করিডোরের জন্য, ২০১৪ সালের আগে এক কিলোমিটারও চালু করা হয়নি। এখন ২,৭৩৪ কিলোমিটারের দুটি নিবেদিত মালবাহী করিডোর চালু করা হয়েছে।

রেল হল দেশের লাইফলাইন। পরিবহনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম বলে রেলকে বিবেচনা করে দেশের বহু মানুষ। কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন প্রতিনিয়ত। ফলে, নিশ্চিত টিকিটের জন্য লড়াই করতে হয় রীতিমতো। সবার পক্ষে সময়ে নিশ্চিত টিকিট পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে অনেক সময়। ভ্রমণের জন্যই হোক বা কাজের জন্য, ট্রেনের টিকিট অনেক আগে থেকে কাটলে তবেই নিশ্চিন্তে থাকা যায়। রেলমন্ত্রীর দাবি অনুযায়ী সবার টিকিটই যদি কনফার্ম হয়, তাহলে সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে। তবে তেমনটা কবে থেকে হবে তা স্পষ্ট করে জানাননি রেলমন্ত্রী।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement