বিনিয়োগকারীদের মালামাল করছে ক্রিপ্টোকারেন্সি। ডিজিটাল মুদ্রাবাজার ২৯ মার্চ, আজও ঊর্ধ্বমুখী। লাগাতার ৭ দিন ধরে বাড়ছে বিটকয়েনের দর।
গত তিন মাসে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে বিটকয়েন। স্বাভাবিকভাবে ক্রিপ্টো-বিনিয়োগকারীদের মধ্যে খুশির হাওয়া। বিশেষজ্ঞদের মতে, নেতিবাচক খবর প্রায় নেই। সেই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হওয়ায় বাজারের মেজাজও বদলেছে। আশায় বুক বাঁধছেন বিনিয়োগকারীরা।
Mim Coin Dogecoin ছাড়া সমস্ত ক্রিপ্টোকারেন্সির দাম বেড়েছে। ক্রিপ্টোকারেন্সি Terra ১০% বৃদ্ধি পেয়েছে। এছাড়া Ethereum আর Solana ডিজিটাল মু্দ্রাও বেড়েছে ২ শতাংশ। ৪ শতাংশ কমেছে Dogecoin ডিজিটাল মুদ্রার দাম। গ্লোবাল ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ ছুঁয়ে ফেলেছে ২.১৪ ট্রিলিয়ন। সেজন্য গত ২৪ ঘণ্টায় ১ শতাংশ বেশি উত্থান হয়েছে। ক্রিপ্টোকারেন্সির মোট লেনদেন মূল্য ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ১২২.১৪ বিলিয়ন ডলার।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। CoinDCX অনুযায়ী, বিটকয়েনের মূল্য বর্তমানে ৩৬,৬৫,৫৬৮ টাকা। এর পর ইথেরিয়ামের দর বেড়ে হয়েছে ২,৫১,৪৪১ টাকা। কিছু সময়ের জন্য শিবা ইনুর দাম বেড়েছিল। বিটকয়েনের পরে ইথেরিয়াম৷
বিশেষজ্ঞদের মতে, এই ক্রিপ্টোকারেন্সির দাম ভবিষ্যতে আরও বাড়তে পারে। কারণ মানুষ এখনই ক্রিপ্টোতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন।
আরও পড়ুন- মাত্র দেড় মাসে টাকা ডবল আদানির এই শেয়ারে, সুযোগ ফস্কাবেন না