Advertisement

DA Hike Updates: বাড়তে পারে ডিএ, কতটা বাড়বে বেতন?

শীঘ্রই একটি বড় উপহার পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা। কেন্দ্রীয় সরকার চলতি বছরের দ্বিতীয়ার্ধে কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াতে পারে। এই বছরের প্রথমার্ধে সরকার ডিএ চার শতাংশ বাড়িয়েছে। এর পর কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে। আবারও সরকার কর্মীদের ডিএ চার শতাংশ বাড়াতে পারে বলে খবর। যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রতীকী ছবি।প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 12 Jun 2023,
  • अपडेटेड 7:29 AM IST
  • শীঘ্রই একটি বড় উপহার পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা।
  • কেন্দ্রীয় সরকার চলতি বছরের দ্বিতীয়ার্ধে কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াতে পারে।

শীঘ্রই একটি বড় উপহার পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা। কেন্দ্রীয় সরকার চলতি বছরের দ্বিতীয়ার্ধে কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াতে পারে। এই বছরের প্রথমার্ধে সরকার ডিএ চার শতাংশ বাড়িয়েছে। এর পর কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে। আবারও সরকার কর্মীদের ডিএ চার শতাংশ বাড়াতে পারে বলে খবর। যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মূল্যস্ফীতির ভিত্তিতে ডিএ বাড়ে
কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়লে তা ৪৬ শতাংশে পৌঁছবে। এতে তার বেতন বাড়বে। মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কর্মীদের ডিএ বাড়িয়েছে। মূল্যস্ফীতি যত বেশি, ডিএ বৃদ্ধি তত বেশি। শ্রম ব্যুরো কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ভাতা গণনা করে। এটি ভোক্তা মূল্য সূচক (CPI-IW) এর ভিত্তিতে গণনা করা হয়।

বেতন কত বাড়বে?
ডিএ চার শতাংশ বৃদ্ধির পরে কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টিও বোঝা যাক। ধরুন একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন ১৮,০০০টাকা। আমরা যদি ৩৮ শতাংশ দেখি, তাহলে ডিএ ৬,৮৪০ টাকা হয়ে যায়। অন্যদিকে, আমরা যদি ৪২ শতাংশ দেখি, তাহলে এটি ৭,৫৬০ টাকা হয়ে যাবে। অর্থাৎ কর্মচারীর বেতন ৭২০ টাকা বৃদ্ধি পাবে।

সরকার ২০২২ সালের মার্চ মাসে কর্মচারীদের ডিএ তিন শতাংশ বাড়িয়েছিল। এই বৃদ্ধির পর কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ হয়েছে। এরপর দুবার ডিএ বেড়েছে চার শতাংশ। ডিএ সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর অংশ। মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কর্মীদের ডিএ বাড়িয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? এর পাশাপাশি বলা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়াতে পারে সরকার।

যদি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, তাহলে কর্মীদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কর্মীরা বর্তমানে ২.৫৭ শতাংশ ফিটমেন্ট ফ্যাক্টর পান। ৪২০০ টাকা গ্রেড পে সহ একজন কর্মচারী ১৫,৫০০ টাকা মূল বেতন পান। এইভাবে তার মোট বেতন হবে Rs.১৫,৫০০X২.৫৭ বা Rs.৩৯,৮৩৫৷ ষষ্ঠ সিপিসি ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৬ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল। কর্মচারীরা ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ শতাংশে উন্নীত করার দাবি করছেন। যদি এই ধরনের বৃদ্ধি হয়, তাহলে বিদ্যমান ন্যূনতম মজুরি ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকায় উন্নীত হবে।

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement