Advertisement

দার্জিলিংয়ে মাত্র ২০০ টাকায় সরকারি হোটেল,কীভাবে বুকিং-কেমন পরিষেবা? বিস্তারিত জানুন

ভিড়ে ঠাসাঠাসি হওয়ার জেরে অধিকাংশ হোটেলগুলিই ফুল। এমন পরিস্থিতিতে দার্জিলিং গিয়ে বিপাকে পড়ার আগে জেনে নিতে হবে কোথায় সস্তায় হোটেল পাওয়া যেতে পারে।

দার্জিলিংয়ে মাত্র ৪০০ টাকায় সরকারি হোটেলদার্জিলিংয়ে মাত্র ৪০০ টাকায় সরকারি হোটেল
কিশোর শীল
  • কলকাতা,
  • 29 Dec 2025,
  • अपडेटेड 8:41 PM IST
  • ২৫ ডিসেম্বরের পর থেকেই ফুল প্যাকড পর্যটনস্থলগুলি।
  • ভিড়ে ঠাসাঠাসি হওয়ার জেরে অধিকাংশ হোটেলগুলিই ফুল।
  • এখানে এমন তিনটি সরকারি হোটেলের নাম- ঠিকানা- ফোন নম্বর দেওয়া হল।

২৫ ডিসেম্বরের পর থেকেই ফুল প্যাকড পর্যটনস্থলগুলি। দার্জিলিংও তার ব্যতিক্রম নয়। ভিড়ে ঠাসাঠাসি হওয়ার জেরে অধিকাংশ হোটেলগুলিই ফুল। এমন পরিস্থিতিতে দার্জিলিং গিয়ে বিপাকে পড়ার আগে জেনে নিতে হবে কোথায় সস্তায় হোটেল পাওয়া যেতে পারে। এখানে এমন তিনটি সরকারি হোটেলের নাম- ঠিকানা- ফোন নম্বর দেওয়া হল, যেখানে গিয়ে বা অনলাইনে বুকিং করা যেতে পারে। তবে তিনটি হোটেলই কিন্তু দার্জিলিংয়ে নয়। যারা দার্জিলিং যেতে চান, তাঁদের জন্য রইল দার্জিলিংয়ের দু'টি সরকারি হোটেল। অন্যদিকে, যারা শিলিগুড়িতে এক রাত কাটাতে চান, তাঁদের জন্য রইল শিলিগুড়ির একটি হোটেল।

দার্জিলিংয়ের সরকারি হোটেল

দার্জিলিংয়ে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম দফতরের হোটেল। এটি রয়েছে দার্জিলিংয়ের ভানু সরণী এলাকায়। এই হোটেলের ভাড়া রয়েছে ১৯০০ থেকে ২২০০ টাকার মধ্যে। হোটেলে রয়েছে ফ্রি পার্কিং, প্রাইভেট ওয়াশরুম, ওয়াইফাই-ও। বিশেষ বিষয় হল, ক্যান্সার রোগী ও প্রবীণ নাগরিকদের বুকিংয়ের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাবেন। দার্জিলিংয়ের এই হোটেলের ফোন নম্বর 9733008775।

দার্জিলিং হলিডে হোম (আসানতুলি হাউজ)

এটি ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ডের হোটেল। এই হোটেলের ভাড়া রয়েছে দুটি বেডের ক্ষেত্রে ৪০০ টাকা। অর্থাৎ মাথাপিছু ভাড়া মাত্র ২০০ টাকা। তিন জনের রুমের ক্ষেত্রে ভাড়া পড়বে ৬০০ টাকা। এই হোটেলটি দার্জিলিংয়ের আচার্য জগদীশচন্দ্র রোডে অবস্থিত। স্থানীয়রা এই এলাকাকে লালকুঠি রোড হিসেবে চেনেন। এই হোটেলের ফোন নম্বর 9635009814।

শিলিগুড়ির হোটেল

শিলিগুড়ির মাটিগাড়ায় রয়েছে পঞ্চায়েত ট্যুরিজমের হোটেল। এই হোটেলের ভাড়া রয়েছে ১০৫০ টাকা। তবে নন-এসি রুমের ভাড়া রয়েছে ১২৫০ টাকা। দুটি রুমই ডবল বেড। এই হোটেল বুক করার জন্য  7029174128 নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
 
 

Read more!
Advertisement
Advertisement