
হাড়কাঁপানো ঠান্ডা ও ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত উত্তর ভারত। দিল্লি-এনসিআরে সকালের দিকে ভারী কুয়াশার দাপটে তলানিতে দৃশ্যমানতা। ফলে দেরিতে চলছে একাধিক প্রিমিয়াম ট্রেনও। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুসারে, শনিবার সকাল ৭টা নাগাদ দিল্লির বেশ কয়েকটি এলাকায় বায়ু মানের সূচক (AQI) ৪০০ ছাড়িয়ে গেছে। আনন্দ বিহারে AQI ৪১০, জাহাঙ্গীরপুরী ৪১৭, রোহিণীতে ৪০৯, নারেলায় ৪১৩ ও বিবেক বিহারে AQI রয়েছে ৪২৪।
এছাড়াও, অশোক বিহারে ৩৯২, বাওয়ানায় ৪০৪, বুরারিতে ৩৪৭, চাঁদনী চকে ৩৮২, দ্বারকায় ৩৬২, আইটিও-তে ৩৭৯, মন্দির মার্গে ২৭০,পাঞ্জাবি বাগে ৩৬১, আর.কে. পুরমে ৩৬৩, সোনিয়া বিহারে ৩৭০ ও উজিরপুরে ৩৯৭ AQI রেকর্ড হয়েছে। একদিকে, যখন বিষাক্ত বাতাস মানুষের নিঃশ্বাস আটকে দিচ্ছে, তখন ঘন কুয়াশার জেরে উত্তর ভারতের রাজ্যগুলিতে সড়ক ও রেল চলাচল ব্যাহত হচ্ছে।
দিল্লি সূত্রে খবর, কুয়াশার জেরে রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এবং তেজসের মতো প্রিমিয়াম ট্রেনগুলিও কয়েক ঘন্টা লেটে চলছে। কুয়াশার জেরে দিল্লি-হাওড়া রেল রুটে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন (মুঘলসরাই) দিয়ে যাওয়া দুই ডজনেরও বেশি ট্রেন শনিবারও লেটে চলছে। নয়াদিল্লি-শিয়ালদা রাজধানী এবং নয়াদিল্লি-হাওড়া রাজধানীর মতো ট্রেনও ১২ ঘন্টা লেটে চলছে। তবে আরও এমন বেশ কয়েকটি ট্রেন রয়েছে যেগুলি ৪ থেকে ১১ ঘন্টা লেটে রয়েছে।
নীচে তালিকা দেওয়া হল। এই ট্রেনগুলি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে লেটে চলছে। গন্তব্যে পৌঁছতে আরও দেরি হওয়াও অস্বাভাবিক নয়।