Advertisement

Dhanteras 2025 Gold Price Today: ধনতেরাস উপলক্ষে আজ সোনা কিনবেন? জেনে নিন কলকাতার Gold Rate

ধনতেরাস মানে সোনা কেনার হিড়িক। কিন্তু আকাশছোঁয়া সোনার দামের ঠেলায় পকেটে টান পড়ছে সাধারণের। আজ কলকাতায় Gold Rate কত? সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন...

ধনতেরাসে আজ সোনার দাম কত? ধনতেরাসে আজ সোনার দাম কত?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Oct 2025,
  • अपडेटेड 9:30 AM IST
  • ধনতেরাসে আজ সোনা কেনার ভিড়
  • কলকাতায় আজ সোনার দাম কত?
  • সোনা কেনার আগে জেনে নিন

দেশজুড়ে পালিত হচ্ছে ধনতেরাস। আর ধনতেরাস মানেই সোনা কেনার হিড়িক। মূলত অবাঙালিদের মধ্যে এই রীতি প্রচলিত থাকলেও বাঙালিরাও এখন ধনতেরাসের দিনটিতে হলুদ ধাতু কেনার প্রতি ঝোঁক বাড়িয়েছেন। তবে শনিবার সোনা কেনার আগে জেনে নিন Gold Rate কী যাচ্ছে।

ধনতেরাসে সোনার দাম কত?
ধনতেরাসের বেশ কয়েকদিন আগে থেকেই আকাশ ছুঁয়েছে সোনার দাম। উৎসবের মরশুমে প্রতিদিনই প্রায় রেকর্ড গড়ছে সোনা। তবে বিশেষজ্ঞদের দাবি, এই সময়েই সোনায় বিনিয়োগ করলে লাভবান হবেন।

কলকাতায় সোনার দাম কত?
শনিবার, ১৮ অক্টোবর ধনতেরাসের দিন কলকাতায় সোনা আরও দামি হল। 

২৪ ক্যারেট সোনা (১০ গ্রাম): ১ লক্ষ ৩২ হাজার ৭৮০ টাকা (শুক্রবারের থেকে ১০ টাকা বেশি)
২৪ ক্যারেট (১ গ্রাম): ১৩ হাজার ২৭৮ টাকা (শুক্রবারের থেকে ১ টাকা বেশি)
২৪ ক্যারেট (৮ গ্রাম): ১ লক্ষ ৬ হাজার ২২৪ টাকা (শুক্রবারের থেকে ৮ টাকা বেশি)

২২ ক্যারেট (১০ গ্রাম): ১ লক্ষ ২১ হাজার ৭১০ টাকা (শুক্রবারের থেকে ১০ টাকা বেশি)
২২ ক্যারেট (১ গ্রাম): ১২ হাজার ১৭১ টাকা (শুক্রবারের থেকে ১ টাকা বেশি)
২২ ক্যারেট (৮ গ্রাম): ৯৭ হাজার ৩৬৮ টাকা (শুক্রবারের থেকে ৮ টাকা বেশি)

১৮ ক্যারেট (১০ গ্রাম):  ৯৯ হাজার ৫৯০ টাকা (শুক্রবারের থেকে ১০ টাকা বেশি)
১৮ ক্যারেট (১ গ্রাম): ৯ হাজার ৯৫৯ টাকা (শুক্রবারের থেকে ১ টাকা বেশি)
১৮ ক্যারেট (৮ গ্রাম): ৭৯ হাজার ৬৭২ টাকা (শুক্রবারের থেকে ৮ টাকা বেশি)

কী কারণে সোনার দাম এত বাড়ছে?
নতুন মার্কিন-চিন বাণিজ্য উত্তেজনা, ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার হ্রাসের সম্ভাবনা, কোম্পানি শাট ডাউনের মতো বৈশ্বিক কারণগুলি সোনার দামকে বাড়িয়েছে। শাটডাউনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে বিলম্বের ফলে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ সোনায় তাদের বিনিয়োগ বাড়াচ্ছেন। এছাড়া, উৎসবের মরসুমে সোনার চাহিদা বেড়েছে। যে কারণে সোনার দামও ক্রমাগত বাড়ছে। 

Advertisement

Euro Pacific Asset Management-এর চিফ ইকোনমিস্ট এবং গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট পিটার শিফ জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে কখনওই সোনার এতটা দাম বাড়েনি। এই হলুদ ধাতুর দাম শেষ ৫ দিনেই অনেকটা বেড়ে গিয়েছে। যার ফলে আগামিদিনে পরিস্থিতি আরও সিরিয়াস দিকে যাবে। ভয়ের আবহাওয়া তৈরি হচ্ছে সোনার দাম নিয়ে। তিনি বলেন, 'এটা খুবই সিরিয়াস একটা পরিস্থিতি। সোনা এখন ৪,৩৭০ ডলারে। আর এটা আজই ৪৪০০ ডলারে পৌঁছে যেতে পারে। অর্থাৎ এক সপ্তাহে ১০ শতাংশ বৃদ্ধি। আমার মতে বড় কিছু একটা ঘটতে চলেছে।'

মধ্যবিত্তের নাগালের মধ্যে থেকে কার্যত ফসকে যেতে বসেছে এই হলদে ধাতু। শনিবারও আকাশছোঁয়া দাম সোনার। ফলে এই ধনতেরাসে ছোট সোনার জিনিস কিনতেও যে মধ্যবিত্তের পকেটে বেজায় চাপ পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। 

 
 

 

Read more!
Advertisement
Advertisement