'ফাইভ স্টার হোটেল মানই হাই-ফাই ব্য়াপার। পাঁচতারা পর্যন্তও যেতে হবে না, মধ্যবিত্তের কাছে থ্রি স্টার হোটেলই একটা দারুণ অভিজ্ঞতা। কিন্তু এই ফাইভ স্টার, থ্রি স্টার কী দিয়ে মাপা হয়? হোটেলের সঙ্গে তারার সম্পর্ক কী?
আসুন, জেনে নেওয়া যাক বিভিন্ন স্টার রেটিং-এর হোটেলের পার্থক্য কী:
৭ স্টার হোটেল যে কোনও 5 স্টার হোটেলের তুলনায় অনেক বেশি অভিজাত এবং রাজকীয়। এই ধরনের হোটেল খুবই বিরল। এখানে এক রাত থাকার খরচই লাখখানেক টাকা। আর এর স্যুটের সাইজে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ২-৩টি বাড়ি ঢুকে যাবে।
৫ স্টার হোটেল মানেই অত্যন্ত আরামদায়ক এবং বিলাসবহুল অভিজ্ঞতা। নামটার সঙ্গেই যেন একটা 'বড়লোকি' ব্যাপার জড়িয়ে। কী কী থাকলে একটা হোটেল ফাইভ স্টার হয়?
৩ স্টার হোটেল মাঝারি বাজেটের জন্য সেরা। একেবারে কম দামের সাধারণ হোটেলের তুলনায় এগুলি কিছুটা উন্নত মানের হয়।