Advertisement

Diwali তে Budget বাইক! মাত্র 1 Lakh টাকার মধ্যেই পাবেন এই ৮টি Motorcycle

Diwali Bike Offers Under 1 Lakh 2025: কালীপুজো, ধনতেরাসের আগে অনেকেই নতুন বাইক কেনার প্ল্যান করেন। আর সেই কারণেই এই সময় অনেক কোম্পানিই বাইকের দামে নানা অফার দেয়। এবারের দিওয়ালিতে সেই সুযোগও অনেক বেশি।

দিওয়ালিতে কম দামের মধ্যে পাবেন এই ৮ বাইক।দিওয়ালিতে কম দামের মধ্যে পাবেন এই ৮ বাইক।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 11:44 AM IST
  • কালীপুজো, ধনতেরাসের আগে অনেকেই নতুন বাইক কেনার প্ল্যান করেন।
  • আর সেই কারণেই এই সময় অনেক কোম্পানিই বাইকের দামে নানা অফার দেয়।
  • জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

Diwali Bike Offers Under 1 Lakh 2025: কালীপুজো, ধনতেরাসের আগে অনেকেই নতুন বাইক কেনার প্ল্যান করেন। আর সেই কারণেই এই সময় অনেক কোম্পানিই বাইকের দামে নানা অফার দেয়। এবারের দিওয়ালিতে সেই সুযোগও অনেক বেশি। কেন? কারণ দুর্গাপুজোর ঠিক আগে আগেই ৩৫০ সিসি পর্যন্ত বাইকের উপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এর ফলে অনেক জনপ্রিয় বাইকের দামই ১ লক্ষ টাকার মধ্যে নেমে এসেছে। আসুন, দেখে নেওয়া যাক, এই কম বাজেটের মধ্যে কোন কোন বাইক কিনতে পারবেন।

হিরো স্প্লেন্ডার প্লাস (Hero Splendor Plus)

দেশের সবচেয়ে জনপ্রিয় বাইক। ইঞ্জিন ৯৭.২ সিসি। মাইলেজ দুর্দান্ত। মেনটেন করার খরচও খুব কম। শহর হোক বা গ্রাম, সব জায়গায় অনায়াসে চলে। দাম (এক্স-শোরুম, দিল্লি): ৭৩,৯০২ টাকা থেকে ৭৬,৪৩৭ টাকা। অন-রোড প্রায় ৮৮,০০০ থেকে ৮৯,০০০ টাকা পড়বে।

হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক (Hero Splendor Plus XTEC)

ডিজিটাল ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি আর i3S টেকনোলজি রয়েছে। শহরের রাস্তায় রোজকার

যাতায়াতের জন্য আদর্শ। দাম (অন-রোড দিল্লি): ৯১,৯৫২ টাকা থেকে ৯৫,৩১৫ টাকা।

হিরো এইচএফ ডিলাক্স (Hero HF Deluxe)

সবচেয়ে ভাল বাজেট বাইকগুলির মধ্যে অন্যতম। ইঞ্জিন ৯৭.২ সিসি। মাইলেজ ৬৫ থেকে ৭০ কিমি প্রতি লিটার। নতুন জিএসটি রেটে আরও সস্তা হয়েছে। দাম ৬৭,০০০ টাকা থেকে ৭৭,০০০ টাকার মধ্যে।

হোন্ডা শাইন (Honda Shine)

ইঞ্জিন ১২৪ সিসি। রাইডিং বেশ আরামদায়ক। ইঞ্জিন খুব স্মুদ। অফিস বা শহরের রাস্তায় দারুণ পারফর্ম করে। দাম ৯৪,০০০ টাকা থেকে ৯৮,০০০ টাকা।

টিভিএস রেডিয়ন (TVS Radeon)

ইঞ্জিন ১০৯.৭ সিসি। বিল্ড কোয়ালিটি বেশ ভাল। সিটও আরামদায়ক। গ্রাম, মফস্বলের রোজকার টুকটাক ব্যবহারের জন্য পারফেক্ট। দাম ৬৬,০০০ টাকা থেকে ৯২,০০০ টাকা।

Advertisement

টিভিএস স্টার সিটি প্লাস (TVS Star City Plus)

দেখতে মডার্ন। ওজনও খুব কম। অফিস যাতায়াতের জন্য় বাইক কেনার প্ল্যান থাকলে এটা আপনার উইশলিস্টে রাখতে পারেন। দাম ৮৬,০০০ টাকা থেকে ৮৯,০০০ টাকা পর্যন্ত।

বাজাজ পালসার ১২৫ (Bajaj Pulsar 125)

যাঁরা একটু স্পোর্টি লুকের কমিউটার বাইক চাইছেন, তাঁদের জন্য দারুণ। ডিজাইন টাইমলেস। পালসার ব্র্যান্ডিং এমনিতেই ভারতে বেশ জনপ্রিয়। ইঞ্জিন ১২৪.৪ সিসি। দাম ৯৩,০০০ টাকা থেকে ৯৫,০০০ টাকা। অনরোড যদিও ১ লাখের থেকে একটু বেশিই পড়বে।

টিভিএস রেইডার ১২৫ (TVS Raider 125)

একেবারে নতুন জেনারেশনের বাইক। ইঞ্জিন ১২৪.৮ সিসি। ডিজাইন চমৎকার। পিকআপও বেশ ভাল। দাম ৯৫,০০০ থেকে ১.১০ লক্ষ টাকা পর্যন্ত। 

ফলে দীপাবলিতে বাইক কেনার পরিকল্পনা থাকলে এটাই সুবর্ণ সুযোগ। দাম কমেছে। বাজারে প্রচুর অপশনও রয়েছে। তাই নিজের বাজেট, প্রয়োজন আর রুচি অনুযায়ী বেছে নিন দুই চাকার সঙ্গী।

Read more!
Advertisement
Advertisement