Advertisement

Mobile Phone: কত পার্সেন্ট চার্জ করলে মোবাইল ফোনের আয়ু বাড়ে, অনেকেই জানে না

Mobile Phone: আধুনিক মোবাইলের ব্যাটারি সাধারণত লিথিয়াম আয়ন দিয়ে তৈরি। এই ধরনের ব্যাটারি সবসময় মাঝারি মাত্রার চার্জে সবচেয়ে ভালো কাজ করে।

কত পার্সেন্ট চার্জ করলে মোবাইল ফোনের আয়ু বাড়ে, অনেকেই জানে নাকত পার্সেন্ট চার্জ করলে মোবাইল ফোনের আয়ু বাড়ে, অনেকেই জানে না
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Oct 2025,
  • अपडेटेड 7:41 PM IST

Mobile Phone: আমরা অনেকেই ভাবি, মোবাইল ফোন সম্পূর্ণ ১০০% চার্জ না হলে চার্জার খুললে নাকি ব্যাটারি নষ্ট হয়। কিন্তু বাস্তবে ঠিক উল্টো। প্রযুক্তিবিদদের মতে, এই অভ্যাসই নষ্ট করছে স্মার্টফোনের ব্যাটারির আয়ু।

আধুনিক মোবাইলের ব্যাটারি সাধারণত লিথিয়াম আয়ন দিয়ে তৈরি। এই ধরনের ব্যাটারি সবসময় মাঝারি মাত্রার চার্জে সবচেয়ে ভালো কাজ করে। গবেষণায় দেখা গিয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারির জীবনকাল গড়ে ২ থেকে ৩ বছর। একটি ব্যাটারির মোট চার্জিং সাইকেল থাকে প্রায় ৩০০ থেকে ৫০০। অর্থাৎ, আপনি একবার ব্যাটারি পুরো ১০০% চার্জ করলেই একটি সাইকেল সম্পূর্ণ হয়। বারবার ফুল চার্জ করলে দ্রুত শেষ হয়ে যায় ব্যাটারির সাইকেল, ফলে কমতে থাকে ব্যাকআপ এবং পারফরম্যান্স।

বিশেষজ্ঞরা তাই বলছেন, ফোনের চার্জ ৮০ থেকে ৮৫ শতাংশ হলেই চার্জার খুলে নেওয়াই শ্রেয়। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয় না, সাইকেলও দ্রুত পূর্ণ হয় না। আর ডিভাইসও দীর্ঘদিন ভালো থাকে।

আরও পড়ুন

স্মার্টফোন এখন ২৪ ঘণ্টার সঙ্গী, যোগাযোগ থেকে বিনোদন, অফিস থেকে ব্যাংকিং সব কিছুই এর উপর নির্ভরশীল। তাই একটু সচেতন থাকলেই বাড়ানো যায় প্রিয় ডিভাইসের আয়ু। মনে রাখবেন, ফোনকে ১০০ শতাংশ নয়, ৮৫ শতাংশ পর্যন্ত চার্জ করাই বুদ্ধিমানের কাজ।

 

Read more!
Advertisement
Advertisement