রাজ্যে আবারও দুয়ারে সরকার (Duare Sarkar) শুরু হতে চলেছে। ১ এপ্রিল থেকে সারা রাজ্যেই দুয়ারে সরকার (Duare Sarkar Camp) শিবির শুরু হবে। ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে 'দুয়ারে সরকার'। এবার দুয়ারে সরকার ক্যাম্পে ৩২টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। দুয়ারে সরকার থেকে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, কৃষকবন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ছাড়াও আরও নানা প্রকল্পের সুবিধা পাওয়ার আবেদন করতে পারবেন উপভোক্তারা।
এবার নতুন ৪টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। তার মধ্যে রয়েছে মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প (Medhashree Scholarship)। এই প্রকল্প একেবারে নতুন শুরু হয়েছে। রাজ্যের ওবিসি পড়ুয়াদের বছরে ৮০০ টাকা ভাতা দেওয়া হবে মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে। মেধাশ্রী ছাড়াও এবার আরও তিনটি নতুন প্রকল্পে পরিষেবা দেওয়া হবে। সেগুলি হল-প্রতিবন্ধী শংসাপত্রের জন্য আবেদন, স্পিংলার সেচের জন্য সরকারি আর্থিক সাহাযের জন্য় আবেদন ও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Vobissot credit card)।