ব্লু লাইনে শেষ মেট্রোর সময় বদল। এতদিন ধরে দমদম-কবি সুভাষ রুটে রাতে বিশেষ মেট্রো চালানো হচ্ছিল। রাত ১০টা ৪০ মিনিট থেকে এই রুটে মেট্রো চলাচল করে। কাল অর্থাৎ ৩ সেপ্টেম্বর থেকে রাতের স্পেশাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।
মেট্রো রেলওয়ে জানিয়েছে, কবি সুভাষ স্টেশনে পরিষেবা বন্ধ থাকায় একাধিক অপারেশনাল সমস্যার সৃষ্টি হয়েছে। এই রুটে পরিচালনাগত সীমাবদ্ধতা এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যার কারণে আপাতত রাতের শেষ বিশেষ মেট্রোটি বন্ধ রাখা হচ্ছে।
কী কারণে ব্লু লাইনে রাতের স্পেশাল মেট্রো বন্ধ রাখা হচ্ছে?
মঙ্গলবার কলকাতা মেট্রোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ব্লু লাইনে আপাতত বন্ধ রাখা হচ্ছে রাতের শেষ বিশেষ মেট্রো পরিষেবা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। কবি সুভাষ ও দমদম থেকে ১০টা ৪০-এ এই বিশেষ মেট্রো ছাড়ে। ১০টা ৪৩-এ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো চালানো হচ্ছিল। কাল থেকে তা আর মিলবে না।
৩ সেপ্টেম্বর থেকে ব্লু লাইনে শেষ মেট্রো কখন?
আগামিকাল থেকে ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৩-এ। এটি দমদমে পৌঁছবে রাত ১০টা ২৯ মিনিটে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। ক্ষুদিরামে পৌঁছবে রাত ১০টা ২৫ মিনিটে।
সদ্য নতুন তিনটি মেট্রো রুট চালু করা হয়েছে। এরপর থেকেই চাপ বাড়ছে ব্লু লাইনে। তার ওপর কবি সুভাষ মেট্রো স্টেশনটি বসে যাওয়ায় বিস্তর সমস্যা দেখা দিচ্ছে ট্রেন ঘুরিয়ে আনায়। এরই মধ্যে যখন তখন স্তব্ধ হয়েছে মেট্রো পরিষেবা। এরই মধ্যে বন্ধ রাখা হল মেইন লাইনের শেষ মেট্রোটি।