Advertisement

Durga Puja Metro Timing: সপ্তমী, অষ্টমী, নবমীতে মেট্রোর সূচি বদল, কোন লাইনে, কখন? বিস্তারিত জানুন

পুজোয় ঠাকুর দেখতে গেলে কখন ধরবেন মেট্রো? দুর্গাপুজোয় ব্লু লাইন, গ্রিন লাইন, এবং ইয়েলো লাইনে বিশেষ মেট্রো চলবে। উৎসবে রাতভর প্যান্ডেল হপিং করার জন্য প্রতি বছরের মতো এবছরও রাতভর মেট্রো চালানো হবে। মঙ্গলবার পুজোয় মেট্রো কর্তৃপক্ষ সময়সূচি প্রকাশ করে। সেইসঙ্গে পঞ্চমী, ষষ্ঠী ও দশমীতে কোন লাইনে, কখন মেট্রো চলবে জানায়। এবারও, ব্লু লাইনে গতবারের মতো বেলায় চালু হবে মেট্রো পরিষেবা। ৬ থেকে ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো।

পুজোয় কোন লাইনে, কখন মেট্রো জানুনপুজোয় কোন লাইনে, কখন মেট্রো জানুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2025,
  • अपडेटेड 8:34 PM IST

পুজোয় ঠাকুর দেখতে গেলে কখন ধরবেন মেট্রো? দুর্গাপুজোয় ব্লু লাইন, গ্রিন লাইন, এবং ইয়েলো লাইনে বিশেষ মেট্রো চলবে। উৎসবে রাতভর প্যান্ডেল হপিং করার জন্য প্রতি বছরের মতো এবছরও রাতভর মেট্রো চালানো হবে। মঙ্গলবার পুজোয় মেট্রো কর্তৃপক্ষ সময়সূচি প্রকাশ করে। সেইসঙ্গে পঞ্চমী, ষষ্ঠী ও দশমীতে কোন লাইনে, কখন মেট্রো চলবে জানায়। এবারও, ব্লু লাইনে গতবারের মতো বেলায় চালু হবে মেট্রো পরিষেবা। ৬ থেকে ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম)
পঞ্চমী: সকাল ৮টা থেকে রাত ১১টা
ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১টা 
সপ্তমী থেকে নবমী: দুপুর ১টা থেকে ভোর ৪টে 
দশমী: দুপুর ১টা থেকে রাত ১০টা

গ্রিন লাইন (সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)
পঞ্চমী:
সকাল ৭.৩০ থেকে রাত ১১টা, (ডাউন) সকাল ৭.৪৪ থেকে রাত ১১.১৬
ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১.২৮, (ডাউন) সকাল ৯.০২ থেকে রাত ১১.২০
সপ্তমী থেকে নবমী: দুপুর ১.৩০ থেকে ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪ থেকে ভোর ৪.১৮
দশমী: দুপুর ১ টা থেকে রাত ১০টা, (ডাউন) দুপুর ১.৩২ থেকে রাত ১০.৩২

ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর)
পঞ্চমী ও ষষ্ঠী:
বেলা ৩টে থেকে রাত ১০টা ২৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। ১৫ মিনিটের ব্যবধানে চালানো হবে।
সপ্তমী থেকে নবমী: বেলা ৩টে থেকে রাত ১০টা ৫০ পর্যন্ত চলবে।
দশমী: দশমীতে মেট্রো পরিষেবা শুরু হবে এই একই সময়ে। তবে রাতের শেষ মেট্রো চলবে আপে রাত ৯টা ও ডাউনে ৯টা ২০ পর্যন্ত। 

Read more!
Advertisement
Advertisement