দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। বিশেষত সল্টলেকবাসীর একাংশের প্রশ্ন ছিল, কবে চালু হবে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রোর যাত্রা। কারণ শিয়ালদা থেকে সল্টলেক যাওয়া যাবে মেট্রোয়। এতদিনে চালু হতে চলেছে সেই রুট। রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের তিনটি গুরুত্বপূর্ণ অংশ—ইস্ট-ওয়েস্ট করিডরের এসপ্ল্যানেড-শিয়ালদা, হলুদ লাইনের নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর এবং অরেঞ্জ লাইনের রুবি-বেলেঘাটা—উদ্বোধন করতে পারেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা হয়নি।
প্রস্তুতি সম্পূর্ণ
এসপ্ল্যানেড ও শিয়ালদার মধ্যে ২.৫ কিমি অংশ এপ্রিলের শেষেই সম্পূর্ণ হয়েছে এবং রেলওয়ে নিরাপত্তা কমিশনারের অনুমোদনও মিলেছে। উদ্বোধনের পর হাওড়া ময়দান থেকে সেক্টর V পর্যন্ত ১৬.৬ কিমি পূর্ণ করিডরেই যাত্রী চলাচল সম্ভব হবে। একমুখী ভ্রমণে লাগবে প্রায় ৩৫ মিনিট, আর হাওড়া–শিয়ালদার মধ্যে সময় লাগবে মাত্র ১২ মিনিট।
পরিষেবা ও প্রযুক্তি
ব্যস্ত সময়ে প্রতি ৮ মিনিট অন্তর এবং অন্য সময়ে প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো আধুনিক যোগাযোগ-ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ (CBTC) প্রযুক্তি ব্যবহার করছে, যা ট্রেন চলাচলের নিরাপত্তা ও দক্ষতা বাড়াবে। ভবিষ্যতে অটোমেটিক ট্রেন অপারেশনস (ATO) সিস্টেম চালু হলে যাত্রা সময় ৫-৭ মিনিট কমবে এবং ফ্রিকোয়েন্সি আরও বাড়বে।
চ্যালেঞ্জ পেরিয়ে সাফল্য
২০১৯ সাল থেকে জল লিকেজ ও মাটি চাপা পড়ার সমস্যার কারণে কাজ বহুবার ব্যাহত হয়েছে। বর্তমানে করিডরের দুটি অংশ—সেক্টর ৫–শিয়ালদা ও হাওড়া ময়দান–এসপ্ল্যানেড—আলাদাভাবে চালু আছে। নতুন অংশ যুক্ত হলে শহরের পূর্ব ও পশ্চিম প্রান্ত সরাসরি সংযুক্ত হবে।
জানা যাচ্ছে, আগামী ২২ অগাস্ট শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরই পুরোদমে পরিষেবা শুরু হয়ে যাবে।