Advertisement

শিয়ালদা-হাওড়া ডিভিশনে বহু লোকালের রুট বাড়াল রেল, কোন ট্রেন কতদূর যাবে? জানুন

১ জানুয়ারি থেকেই নয়া টাইম টেবিল কার্যকর করতে চলেছে পূর্ব রেলওয়ে। এই নতুন টাইম টেবিলে দেখা যাচ্ছে এবার হাওড়া ও শিয়ালদা ডিভিশনে একাধিক ট্রেনের সময়ে বদল এসেছে।

বহু লোকালের রুট বাড়াল রেলবহু লোকালের রুট বাড়াল রেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Dec 2025,
  • अपडेटेड 8:40 PM IST
  • ১ জানুয়ারি থেকেই নয়া টাইম টেবিল কার্যকর করতে চলেছে পূর্ব রেলওয়ে।

২০২৬ সালের শুরুতেই রেলের যাত্রীদের জন্য বড় খবর। ১ জানুয়ারি থেকেই নয়া টাইম টেবিল কার্যকর করতে চলেছে পূর্ব রেলওয়ে। এই নতুন টাইম টেবিলে দেখা যাচ্ছে এবার হাওড়া ও শিয়ালদা ডিভিশনে একাধিক ট্রেনের সময়ে বদল এসেছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের রুটও সম্প্রসারিত করেছে রেলওয়ে। সেগুলি কোন কোন রুট জেনে নেওয়া যাক।

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ৬ জোড়া হাওড়া–আরামবাগ–হাওড়া ইএমইউ লোকাল (৩৭৩৫৯, ৩৭৩৬৫, ৩৭৩৬৭, ৩৭৩৬৯, ৩৭৩৬০, ৩৭৩৬৬) গোঘাট পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে।

দুই জোড়া হাওড়া–তারকেশ্বর–হাওড়া ইএমইউ লোকাল (৩৭৩৪১, ৩৭৩৫৪) গোঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে।

চার জোড়া তারকেশ্বর–আরামবাগ–তারকেশ্বর ইএমইউ লোকাল (৩৭৩৮৫, ৩৭৩৯৬, ৩৭৩৯৮, ৩৭৩৮৬) গোঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে।

আবার শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে একটি শিয়ালদা–রানাঘাট ইএমইউ লোকাল (৩১৬৩৫) শান্তিপুর পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে।

একটি বি.বি.ডি. বাগ–ব্যারাকপুর ইএমইউ লোকাল (৩০১১৩) কল্যাণী পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে।

একটি ব্যারাকপুর–শিয়ালদহ ইএমইউ লোকাল (৩১২৪২) কল্যাণী পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। এছাড়াও দুটি বর্ধমান–তিনপাহাড় মেমু ট্রেন (৬৩০৬৩, ৬৩০৬৪) সাহিবগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হবে।

এছাড়াও, ৬টি  ইএমইউ ট্রেনের চলাচল সংশোধন করা হয়েছে। ৩৩৩১৮/৩৩৩২১ হাসনাবাদ–বারাসাত–হাসনাবাদ ইএমইউ লোকাল পূর্বে সপ্তাহে ছয় দিন চললেও নতুন টাইম টেবিল অনুযায়ী এটি প্রতিদিন চলবে।

অন্যদিকে ৩১২২৩/৩১২৪২ শিয়ালদহ–ব্যারাকপুর–শিয়ালদহ ইএমইউ লোকাল এবং ৩০১১৬/৩০১১৩ ব্যারাকপুর–বি.বি.ডি. বাগ ইএমইউ লোকাল প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে ছয় দিন চলবে।

 

Read more!
Advertisement
Advertisement