অগ্নিপথ-বিক্ষোভের (Protest Against Agneepath Scheme) জেরে ব্যাহত বিভিন্ন জায়গার রেল পরিষেবা। বাদ নেই পূর্ব রেলও (Eastern Railway)। গত দু'দিনের মতো আজ ১৯ তারিখও বাতিল বেশ কিছু দূরপাল্লার ও প্যাসেঞ্জার ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রার সময়ও পরিবর্তন করা হয়েছে। জেনে নেওয়া যাক বিস্তারিত।
বাতিল যে ট্রেনগুলি
ট্রেন নম্বর ট্রেনের নাম
১৩৫৪৫ আসানসোল-গয়া এক্সপ্রেস
১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস
১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস
১৩৪০১ ভাগলপুর-দানাপুর এক্সপ্রেস
১৩৪১৯ ভাগলপুর-মুজফফরপুর এক্সপ্রেস
১৫৫৫৩ ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস
১৩৪০৪ ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস
১৩৪১৫ মালদা টাউন-পটনা এক্সপ্রেস
এছাড়া ৮টি প্যাসেঞ্জার ট্রেনও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
অন্যদিকে যে ট্রেনগুলির যাত্রা সময়সূচি বদলানো হয়েছে সেগুলি হল-
১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস বেলা ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে দুপুর বিকেল ৩টেয় ছাড়বে
১২৩৮১ হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটের পরিবর্তে বিকেল ৪টে ৫০ মিনিটে ছাড়বে
১২৩০৫ হাওড়া-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস দুপুর ২টো ৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টে ১৫ মিনিটে ছাড়বে
১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস দুপুর ১টার পরিবর্তে বিকেল ৪টে ১০ মিনিটে ছাড়বে
১২৩৩৫ ভাগলপুর-লোকমান্য তিলক (টি) এক্সপ্রেস সকাল ৯টার পরিবর্তে বিকেল ৫টায় ছাড়বে
১২৩৬৭ ভাগলপুর-আনন্দ বিহার (টি) বিক্রমশীলা এক্সপ্রেস বেলা ১১টা ৫০ মিনিটের পরিবর্তে সন্ধ্যে ৬টায় ছাড়বে
এছাড়ও ১৩৪০৯ মালদা টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস জামালপুর পর্যন্ত চলবে এবং ১৩৪১০ কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস জামালপুর থেকে চলবে। অন্যদিকে ১৩৩১৯ দুমকা-রাঁচি এক্সপ্রেস, ১৩৫৫৩ আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস এবং ০৩৫৭৩ জশিডি-কিউল মেমু প্যাসেঞ্জার আজ বাতিল থাকছে।
আরও পড়ুন - এই কারণগুলির জন্য ঘটে বাবা-ছেলের সম্পর্কের অবনতি, জেনে নিন