বিহারে ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। এবার পালা বাংলার। বছর ঘুরলেই শুরু হয়ে যাবে ভোটের প্রস্তুতি। SIR শুরুর দিনক্ষণ চূড়ান্ত করতেও নির্বাচন কমিশনের অন্দরে ব্যস্ততা তুঙ্গে। এদিকে, ভোটার কার্ড না থাকলে কীভাবে ভোট দিতে যাবেন, তা নিয়ে চিন্তায় অনেকেই। শেষ মুহুর্তে যদি ভোটার কার্ড হাতে না আসে, অথবা কোনও ভাবে নির্বাচনের সময়ে ভোটার কার্ড মিসিং হয় ,তবে কি ভোট দিতে পারবেন না সংশ্লিষ্ট ব্যক্তি? এই সমস্যার সমাধান জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটার আইডি না থাকলেও ১২টি বিকল্প পরিচয়পত্র নিয়ে বুথে ভোটের লাইনে দাঁড়ানো যাবে। সেগুলি কী কী?
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত যোগ্য ভোটাররা পরিচয়পত্র (EPIC) ছাড়াও ১২টি বিকল্প সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিক সূত্রে খবর, নির্বাচক নিবন্ধন বিধি, ১৯৬০ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুসারে কমিশনের এই নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে, যাতে ভোটারদের পরিচয় যাচাই সহজ হয় এবং ভোটকেন্দ্রে ভুয়ো ভোটার আটকানো সম্ভব হয়।
বিহারে প্রায় ১০০ শতাংশ ভোটারকেই ইতিমধ্যে EPIC কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৭টি রাজ্যের উপনির্বাচনের ৮টি বিধানসভা এলাকাতেও ভোটার পরিচয়পত্র বিতরণ সম্পন্ন হয়েছে। কমিশন সব রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের ১৫ দিনের মধ্যে নতুন ভোটারদের EPIC সরবরাহ নিশ্চিত করতে। বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময়ও এই প্রক্রিয়া চলবে।
তবে যে সব ভোটারের নাম ভোটার তালিকায় আছে, কিন্তু কোনও কারণে ভোটার আইডি (EPIC) দেখাতে তারা অক্ষম, তাদের সুবিধার্থে ২০২৫ সালের ৭ অক্টোবর কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, এমন ভোটাররা নিম্নলিখিত ১২টি বিকল্প সচিত্র পরিচয়পত্রের যে কোনও একটি দেখিয়ে ভোট দিতে পারবেন।
> আধার কার্ড
> মনরেগা জব কার্ড
> ব্যাংক বা ডাকঘর থেকে প্রদত্ত ছবিযুক্ত পাসবুক
> শ্রম মন্ত্রক বা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড প্রকল্পের অধীনে প্রদত্ত স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড
> ড্রাইভিং লাইসেন্স
> প্যান কার্ড
> এনপিআর-এর অধীনে দেওয়া স্মার্ট কার্ড
> ভারতীয় পাসপোর্ট
> সচিত্র পেনশন ডকুমেন্ট
> কেন্দ্র/রাজ্য সরকার/ পাবলিক লিমিটেড কোম্পানির কর্মীদের জন্য প্রদত্ত সচিত্র পরিচয়পত্র
> সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদ সদস্যদের সরকারি পরিচয়পত্র
> সমাজকল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক কর্তৃক প্রদত্ত বিশেষ প্রতিবন্ধী আইডি (UDID) কার্ড
এ ছাড়া ভোটের দিনে ভোট দেওয়ার জন্য ভোটারের নাম অবশ্যই ভোটার তালিকায় থাকা আবশ্যক। নারী ভোটারদের, বিশেষত বোরখা পরা মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে মহিলা ভোটকর্মী, আশা বা আঙ্গনওয়াড়ি সহায়িকাদের উপস্থিতিতে তাদের সম্মানজনকভাবে পরিচয় যাচাই করা হবে এবং তাদের গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা করা হবে বলে কমিশন জানিয়েছে।