ব্য়াঙ্ক অ্যাকাউন্টে জালিয়াতি হচ্ছে। নিমেষে চলে সঞ্চয় লুঠে নিচ্ছে প্রতারকরা। তার থেকে ব্যতিক্রম নয় পিএফ অ্যাকাউন্ট। আর তাই সদস্যদের সতর্ক করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।
ভুয়ো কলে ব্যক্তিগত তথ্য না দেওয়ার জন্য সতর্ক করল পিএফ কর্তৃপক্ষ। তারা জানিয়ে দিল, কোনও তথ্য চেয়ে তারা কল করে না। ইপিএফও জানিয়েছে,'আধার, প্যান, ইউএএন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফোনে ওটিপি, সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপের মতো ব্যক্তিগত তথ্য তারা কখনও চায় না।'
কোনও পরিষেবার জন্য কখনই হোয়াটস্যাপ বা সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে কোনও টাকা জমা করতে বলে না EPFO। পিএফ সদস্যদের এই ধরনের কলগুলিতে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সদ্য পিএফে কমেছে সুদের হার। ২০২১-২২ অর্থবর্ষে ৮.১ শতাংশ সুদের হার স্থির করেছে পিএফের অছি পরিষদ। এটা গত চার দশকে সর্বনিম্ন সুদের হার। যার জেরে বিরোধীদের নিশানায় কেন্দ্রীয় সরকার। বিরোধীদের বক্তব্য়, মূল্যবৃদ্ধির জন্য মধ্যবিত্তের হাতে টাকা নেই। তার উপরে সঞ্চয়প্রকল্পে কমিয়ে দেওয়া হল সুদ। মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ারের নেতৃত্বে কর্মী প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের (ইপিএফও) অছি পরিষদের বৈঠকের সিদ্ধান্তকে সমর্থন করেছেন নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ব্যাখ্যা দেন, বাস্তব পরিস্থিতি মেনেই এই সিদ্ধান্ত। সুকন্যা সমৃদ্ধি যোজনা ৭.৬ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম সুদের হার ৭.৪ শতাংশ এবং পিপিএফে ৭.১ শতাংশ। এসবিআই-র স্থায়ী আমানতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত টাকা রাখলে ৫.৫০ শতাংশ সুদ পাওয়া যায়। আর ইপিএফও দিচ্ছে ৮.১ শতাংশ। তুলনা করলে দেখা যাবে অন্যান্য সঞ্চয় প্রকল্পের চেয়ে বেশি।