EPFO গ্রাহকদের জন্য বড় আপডেট। ইপিএফও-তে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইপিএফও-র অধীনে ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড বা VPF করমুক্ত সুদের সীমা বাড়ানো হতে পারে। বর্তমানে এই সীমা আড়াই লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। আড়াই লক্ষের বেশি টাকা উপার্জন করলে বর্তমান নিয়মে তা করের আওতায় পড়বে। নিয়ম বদল করা হলে করমুক্ত সুদের সীমা আরও বাড়বে। ইপিএফও-তে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সঞ্চয় বাড়াতেই এই বদলের কথা ভাবা হচ্ছে।
ভিপিএই কী?
ভিপিএফ বা ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড হল বেতনভোগী কর্মীদের একটি বিনয়োগের মাধ্যম। এটিকে ইপিএফের এক্সটেনশন হিসাবে বলা যেতে পারে। যা কর্মীদের অবসরকালীন সঞ্চয় বাড়ায়। পাশাপাশি, আসল পিএফ আমানতের মতোই একই সুদের হার পান। VPF গ্রাহকদের জন্য এটা জানা গুরুত্বপূর্ণ যে, ৫ বছরের ন্যূনতম মেয়াদ শেষ করার আগে যে কোনও টাকা তোলা হলে কর আরোপ করা হতে পারে। EPF-এর মতো, অ্যাকাউন্টধারীর অবসর, পদত্যাগ বা মৃত্যুর দুর্ভাগ্যজনক ঘটনায় তাঁদের মনোনীত ব্যক্তিকে VPF তহবিল দেওয়া হয়।
ভিপিএফ হল সরকারি চালিত একটি প্রকল্প। যে প্রকল্পে ঝুঁকি কম এবং উপার্জনের সুযোগ বেশি। EPFO অ্যাকাউন্টে একজন কর্মচারীর ১২ শতাংশ কন্ট্রিবিউশনের চেয়ে বেশি। বেসিক বেতন এবং ডিএ-র নিরিখে সর্বোচ্চ কন্ট্রিবিউশনের সীমা ১০০ শতাংশ। এই প্রকল্পে সুদের হার ইপিএফের মতোই।
EPF এবং VPF-এ সঞ্চয়
EPFO এবং VPF-এ প্রতি মাসে ২০ হাজার ৮৩৩ টাকা বিনিয়োগ করে প্রতি বছর আড়াই লক্ষ টাকা জমা করতে পারবেন। ৮.২৫ শতাংশ বার্ষিক সুদের হারে, ৩০ বছরের মেয়াদে প্রায় ৩.৩ কোটি টাকা জমা করতে পারেন।