Advertisement

PAN Card: পুরনো PAN কার্ডে আর কাজ হবে না? সব স্পষ্ট করল কেন্দ্র, বিভ্রান্ত না হয়ে জানুন

PAN 2.0: প্যান কার্ড নিয়ে জনমানসে বিভ্রান্তি তৈরি হয়েছে, কাকে কী করতে হবে তা নিয়ে জোর চর্চা চলছে। আর সেটা বুঝতে পেরেই আসরে নামল আয়কর বিভাগ। তারা জানিয়ে দিয়েছে যে পুরনো প্যান কার্ডের বদলের প্রয়োজন নেই। যাদের কাছে এখন প্যান কার্ড রয়েছে, তাদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না।

পুরনো কার্ডেই কাজ চলবে না নতুন বানাতে হবে, PAN বিভ্রান্তি নিয়ে কী জানাল সরকার?  পুরনো কার্ডেই কাজ চলবে না নতুন বানাতে হবে, PAN বিভ্রান্তি নিয়ে কী জানাল সরকার?
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 27 Nov 2024,
  • अपडेटेड 11:08 AM IST
  • যাদের কাছে এখন প্যান কার্ড রয়েছে, তাদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না
  • পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বদলেরও প্রয়োজন নেই

প্যান কার্ড নিয়ে জনমানসে বিভ্রান্তি তৈরি হয়েছে, কাকে কী করতে হবে তা নিয়ে জোর চর্চা চলছে। আর সেটা বুঝতে পেরেই আসরে নামল আয়কর বিভাগ। তারা জানিয়ে দিয়েছে যে পুরনো প্যান কার্ডের বদলের প্রয়োজন নেই। যাদের কাছে এখন প্যান কার্ড রয়েছে, তাদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বদলেরও প্রয়োজন নেই। আপনার PAN কার্ডটি PAN 2.0 প্রকল্পের অধীনেও বৈধ থাকবে এবং আপনি আপনার মেল আইডিতে কার্ডের একটি ইলেকট্রনিক সংস্করণ পাবেন। যার জন্য কোনও আবেদন করার দরকার নেই। যারা একটি ফিজিক্যাল কার্ড চাইছেন, তাঁদের আবেদন করতে হবে এবং তারা যদি দেশের মধ্যে থাকেন তবে এর জন্য ৫০ টাকা ফি দিতে হবে।

এছাড়াও আয়কর বিভাগ জানিয়েছে, বর্তমান প্যান কার্ডে কোনও তথ্য যেমন ইমেল বা মোবাইল নম্বর বা ঠিকানা বা নাম বা জন্ম তারিখ ইত্যাদির কোনও সংশোধন বা আপডেট করতে হলে PAN 2.0 প্রকল্প শুরু হওয়ার পরে তাঁরা বিনামূল্যে তা করতে পারা যাবে। PAN 2.0 প্রকল্প চালু না হওয়া পর্যন্ত PAN ধারকরা আধার ভিত্তিক অনলাইন পরিষেবা পাবেন বিনামূল্যে। অর্থাৎ চাইলেই আপনি বর্তমানে কাছে থাকা প্যান কার্ডটি আপগ্রেড করতে পারেন। https://nsdl.co.in/ ও https://www.proteantech.in/ পোর্টাল থেকে আবেদন করা যাবে। 

আধার কার্ডের মতো, প্যান কার্ডও শুধুমাত্র আপনার পরিচয় প্রমাণ করে না, এটি ছাড়া অনেক আর্থিক কাজ সম্পন্ন করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। PAN 2.0 প্রকল্পটি সোমবার মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এর পরে আপনার প্যান কার্ড পরিবর্তন করা হবে এবং QR কোড সহ একটি নতুন প্যান আসবে। এতে করদাতারা অনেক সুবিধা পাবেন। সম্পূর্ণ ডিজিটাল হওয়াতে সমস্ত পরিষেবা সহজেই অ্যাক্সেস করা যায়। এ ছাড়া কার্ডধারীর ডেটা আরও সুরক্ষিত থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল করদাতাদের বিনামূল্যে QR PAN দেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন

বর্তমানে দেশে শুধুমাত্র পুরনো প্যান কার্ড ব্যবহার করা হচ্ছে। যা ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে এবং আয়করের 139A ধারার অধীনে জারি করা হয়। আমরা যদি দেশে প্যান কার্ডধারীদের সংখ্যা দেখি তাহলে ৭৮ কোটিরও বেশি প্যান কার্ড ইস্যু করা হয়েছে। প্যান নম্বর হল একটি ১০ ​​সংখ্যার আলফানিউমেরিক পরিচয় প্রমাণ, যা আয়কর বিভাগ দ্বারা জারি করা হয়। প্যান নম্বরের মাধ্যমে আয়কর বিভাগ যে কোনও ব্যক্তির অনলাইন বা আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করে।

Read more!
Advertisement
Advertisement