ধরুন একটু একটু করে আপনি লাখখানেক টাকা সঞ্চয় করেছেন। এবার সেই টাকাটা আপনি এখনই খরচ করতে চাইছেন না। তাই সেভিংস অ্যাকাউন্টে রাখার পরিবর্তে একটি ফিক্সড ডিপোজিট করার সিদ্ধান্ত নিলেন। কেন? কারণ আমাদের সবার মধ্যেই ফিক্সড ডিপোজিটের প্রতি একটি আলাদা বিশ্বাস আছে। সেটা হওয়াটাই অবশ্য স্বাভাবিক। কারণ FD-তে রিটার্ন স্থির। অর্থাৎ, সুদের হার এবং রিটার্ন বাজারের অস্থিরতার সঙ্গে পরিবর্তিত হয় না। ফলে বিনিয়োগের সময় থেকেই আপনি কত টাকা রিটার্ন পাবেন, তার একটি Sure উত্তর পেয়ে যাবেন।
ফিক্সড ডিপোজিট বাদ দিয়েও কিন্তু ভারতে আরও কয়েকটি নিরাপদ বিনিয়োগের অপশন আছে। নিশ্চিত রিটার্ন, নির্দিষ্ট সুদের হার এবং বিভিন্ন মেয়াদের অপশন পেয়ে যাবেন। আর সেই কারণেই বিনিয়োগের আগে এই অপশনগুলি একটি খতিয়ে দেখতেই পারেন।
ভারতে ফিক্সড ডিপোজিট
ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স সংস্থা থেকে ফিক্সড ডিপোজিট করতে পারেন। নির্দিষ্ট সময়ের পর আগে থেকে নির্ধারিত সুদের হার অনুযায়ী রিটার্ন পেয়ে যাবেন।
উদাহরণ স্বরূপ, আপনি যদি ৬% সুদের হারে পাঁচ বছরের জন্য FD-এ ₹১,০০,০০০ বিনিয়োগ করেন, তাহলে আপনি ₹৩০,০০০ টাকা সুদ পাবেন। অর্থাৎ এফডি ম্যাচিওর হওয়ার পর হাতে ১,৩০,০০০ টাকা ফেরত পাবেন। এত সহজ-সরল হিসাব- এই কারণেই ফিক্সড ডিপোজিট দেশের সব প্রান্তেই সমানভাবে জনপ্রিয়।
স্থায়ী আমানতের সুদের হার সাধারণত ব্যাঙ্ক এবং মেয়াদের উপর নির্ভর করে। সাধারণত বছরে ৫% থেকে ৮% পর্যন্ত হয়৷
ফিক্সড ডিপোজিটের বিকল্প
এক্ষেত্রে ৩টি বিনিয়োগের অপশন আছে। এগুলিকে মোটামুটিভাবে ভারতে ফিক্সড ডিপোজিটের বিকল্প বলা যেতে পারে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)
৭.১% বার্ষিক রিটার্ন। PPF-এক রিটার্ন কিছু ক্ষেত্রে FD-র থেকে ভালো মনে হতেই পারে।
তবে FD-র মতো PPF-এর টাকা চট করে ভাঙানো যায় না। ১৫ বছর অন্তত রাখলে ভাল ফল পাবন। তাছাড়া লক-ইন পিরিয়ড থাকে। নির্দিষ্ট শর্তে ৬ বছর থেকে টাকা তুলে নেওয়ার অপশন পাবন। ফলে চাকরিজীবীরা, যাঁরা অবসরের কথা ভেবে টাকা জমাবেন, তাঁদের জন্য়ই এটি ভাল বলা যেতে পারে।
সোভারিন গোল্ড বন্ড (SGB)
SGB-তে ২.৫০% বার্ষিক সুদ পাবেন অর্ধ-বার্ষিকভাবে প্রযোজ্য। সুদের পাশাপাশি, গোল্ড বন্ডের রিটার্ন সোনার দামের সঙ্গে সম্পর্কিত। ফলে যখন সোনার দাম বৃদ্ধি পায়, তখন আপনার বিনিয়োগের উপর রিটার্নও বাড়ে।
পিপিএফের মতোই এসজিবি-ও কিন্তু চট করে ভাঙানো যায় না। আট বছরের লক-ইন পিরিয়ড আছে। পাঁচ বছর পর থেকেই শুধুমাত্র আগেভাগে টাকা তুলতে পারবেন।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)
পোস্ট অফিসের মাধ্যমে NSC-তে বিনিয়োগ করতে পারেন। ৭.৭% রিটার্ন পাবেন। এফডি-র থেকে NSC-র রিটার্ন ভাল। কিন্তু খারাপ দিকটা এটাি যে, এতে পাঁচ বছরের লক-ইন পিরিয়ড আছে।
ফিক্সড ডিপোজিটের সিকিউরিটির সত্যিই তুলনা হয় না। আগে থেকে রিটার্নের হিসাব করে রাখার থেকে শান্তির আর কী-ই বা হতে পারে! ফলে সঞ্চয় বাড়ানো, স্থির রিটার্নের জন্য ফিক্সড ডিপোজিটের এত বেশি রমরমা। তবে ফিক্সড ডিপোজিট করার সময়েও সবচেয়ে ভাল রিটার্ন কোন ব্যাঙ্কে পাবেন, সেটা দেখে নিতে ভুলবেন না।