
ভারতের রিজার্ভ ব্যাঙ্ক গত সপ্তাহে একটা বিরাট সিদ্ধান্ত নিয়েছে। ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে রেপো রেট। যার ফলে লোনের সুদের হার কমতে চলেছে। আর সেই সিদ্ধান্তের প্রতিফলন ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে। বিভিন্ন ব্যাঙ্ক কমিয়েছে লোনের সুদের হার। যার ফলে সাধারণ মানুষের কিছুটা হলেও সুরহা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
রেপো রেট কী?
আসলে রেপো রেট হল সেই হার, যেই সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্ককে টাকা ধার দেয়। এ বার রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমালে ব্যাঙ্কগুলিকে কম টাকা ইন্টারেস্ট হিসাবে দিতে হয়। যার ফলে তারাও গ্রাহকের কাছ থেকে কম সুদ নিতে পারে।
প্রসঙ্গত, গত বছর থেকেই ধাপে ধাপে রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বর্তমানে ৫.২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে রেপো রেট। যার ফলে সাধারণ মানুষের হাতে উপর থেকে লোনের ইন্টারেস্টের চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।
কোন কোন ব্যাঙ্ক সুদের হার কমাল?
আরবিআই রেপো রেট কমাতেই একাধিক ব্যাঙ্ক নিজের সুদ কমিয়েছে। আর সেই সব ব্যাঙ্ক সম্পর্কেই আলোচনা হল নিবন্ধটিতে।
ব্যাঙ্ক অব ইন্ডিয়া
ইতিমধ্যেই লিঙ্কড লেন্ডিং রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে ৮.৩৫ শতাংশ থেকে ৮.১০ শতাংশ করা হয়েছে লেন্ডিং রেট। ৫ ডিসেম্বর থেকেই চালু হয়ে গিয়েছে নয়া রেট।
ইন্ডিয়ান ব্যাঙ্ক
ইতিমধ্যেই রেপো রেট কাটের সুবিধা সাধারণ মানুষকে দেওয়ার কাজে লেগে পড়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। তাদের পক্ষ থেকে রেপো রেট বেঞ্চমার্ক লেন্ডিং রেট (RBLR) ৮.২০ শতাংশ থেকে ৭.৯৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ৬ ডিসেম্বর থেকেই এই নয়া রেট কার্যকর হবে।
ব্যাঙ্ক অফ বরোদা
আরবিআই রেট কমানোর পর কাস্টমারদের সুরহা দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদাও। তাদের পক্ষ থেকে ২৫ বেসিস পয়েন্ট RBLR কমানো হয়েছে। যার ফলে ৮.১৫ শতাংশের বদলে ৭.৯০ শতাংশে নেমে এল রেট। ৬ ডিসেম্বর থেকে নয়া রেটের সুবিধা মিলবে।
কারুর বৈশ্য ব্যাঙ্ক
এই ব্যাঙ্ক কমিয়েছে নিজের MCLR রেট। তাদের পক্ষ থকে ১০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে রেট। এখন থেকে ৯.৫৫ শতাংশের বদলে ৯.৪৫ শতাংশে নামানো হচ্ছে রেট। ৭ ডিসেম্বর থেকে নতুন রেট লাগু হবে।
ব্যাঙ্ক অব মহারাষ্ট্র
রবিবার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক অব মহারাষ্ট্র। তাদের হোম লোন, কার লোন, এডুকেশন লোন এবং অন্যান্য লোনে রেপো লিঙ্কড লেন্ডিং রেট কমানো হবে। এটা ৬ ডিসেম্বর থেকে লাগু হবে।