অনলাইনে বিনামূল্যে আধারের (Free Of Cost Aadhaar Update) আপডেটের জন্য সময়সীমা বাড়াল ইউনিক আইডিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India)। আগে তারিখ ছিল ১৪ সেপ্টেম্বর। সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে চলতি বছর ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই নিয়ে দ্বিতীয়বার আধার আপডেটের সময় বাড়ানো হল। আগের ডেডলাইন ছিল ১৪ জুন। অফিসিয়াল অনলাইন সাইটে বিনামূল্যে আপডেট (Online Aadhaar Update) করার জন্য আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। তবে বায়োমেট্রিক ফ্রি-তে আপডেট হবে না। এজন্য আধার কেন্দ্রে টাকা দিতে হবে।
১২ সংখ্যার আধার ভারতীয়দের গুরুত্বপূর্ণ পরিচয়-নথি। নানা জরুরি কাজে তা পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র হিসেবে কাজে দেয়। এ ছাড়া আয়কর দাখিল, বেড়াতে যাওয়ার টিকিট কাটা, ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে গেলেও দরকার হয় আধার। পাশাপাশি আধার সংক্রান্ত প্রতারণার ঘটনাও বেড়ে চলেছে। সেজন্য নির্দিষ্ট সময় অন্তর আধার আপডেট করা প্রয়োজন। বিনামূল্যেই সেই আপডেটের সুযোগ মিলছে। আধার কর্তৃপক্ষ বলছে, প্রতি ১০ বছর অন্তর আধার আপডেট করা দরকার।
কেন আধার আপডেট করবেন? (Keeping your Aadhaar updated is crucial for several reasons)
১। সরকারি পরিষেবা ও ভর্তুকির টাকা যেন সঠিক ঠিকানায় পৌঁছে যায়।
২। আধারে আপেডেটেড তথ্য থাকলে প্রতারণা রুখে দেওয়া সম্ভব।
৩। স্কুল-কলেজে অ্যাডমিশন থেকে সরকারি কাজে আধার তথ্য লাগে। ফলে তথ্যে ভুল থাকলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।
কীভাবে অনলাইনে আধার আপডেট করবেন (How to update Aadhaar details online for free)
UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান- myaadhaar.uidai.gov.in/
তারপর আধার নম্বর দিন। রেজিস্টার মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি।
আধার প্রোফাইলে নিজের ঠিকানা আর নাম দেখে নিন।
কোনও তথ্য আপডেটেড না থাকলে করে নিন।
ঠিকানা বদল করতে হলে ঠিকানার প্রমাণপত্র আপলোড করুন। JPEG, PNG অথবা PDF-এ ফরম্যাট। ফাইল সাইজ ২ এমবি-র কম।
নিজের তথ্য আপডেট করার পর পাবেন সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN)। এই নম্বর দিয়ে পরে ট্র্যাক করতে পারবেন।
তবে বায়োমেট্রিক আপডেট করতে পারবেন না অনলাইনে। সেজন্য যেতে হবে নিকটবর্তী আধার কেন্দ্রে। ১০ বছর বা তার বেশি বয়সী শিশুদের বায়োমেট্রিক আপডেট করে নিন।
কীভাবে বায়োমেট্রিক আপডেট করবেন (Update Biometric Information)
- কাছের আধার কেন্দ্রে যান।
- আধার ফর্ম পূরণ করুন।
- বায়োমেট্রিক করুন।
- নির্দিষ্ট ফি জমা দিন।