Advertisement

Free Silai Machine Scheme: ফ্রি-তে সেলাই মেশিন দিচ্ছে মোদী সরকার, জানুন কী ভাবে আবেদন

দেশের যে কোনও রাজ্যের মহিলারা বিনামূল্যে সেলাই মেশিনের জন্য আবেদন করতে পারেন। প্রতিটি রাজ্যের ৫০ হাজার মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার লক্ষ্য কেন্দ্রের। এজন্য কোনও ফি দিতে হয় না।

বিনামূল্যে সেলাই মেশিন।  বিনামূল্যে সেলাই মেশিন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Jul 2022,
  • अपडेटेड 3:58 PM IST
  • দেশের যে কোনও রাজ্যের মহিলারা বিনামূল্যে সেলাই মেশিনের জন্য আবেদন করতে পারেন।
  • প্রতিটি রাজ্যের ৫০ হাজার মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার লক্ষ্য কেন্দ্রের।

দেশের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য নানা পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে অন্যতম ফ্রি সেলাই মেশিন প্রকল্প (Free Silai Machine Yojana 2022)। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়। এতে আয়ের সুযোগ পাচ্ছেন মহিলারা। সংসার চালাতে কারও উপর নির্ভর করতে হবে না। হাতে টাকা থাকলে ছোটখাট প্রয়োজন মেটাতেও সক্ষম হবেন তাঁরা।

দেশের যে কোনও রাজ্যের মহিলারা বিনামূল্যে সেলাই মেশিনের জন্য আবেদন করতে পারেন। প্রতিটি রাজ্যের ৫০ হাজার মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার লক্ষ্য কেন্দ্রের। এজন্য কোনও ফি দিতে হয় না। ২০ থেকে ৪০ বছর বয়সী মহিলারা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যে প্রধানমন্ত্রী বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্প চালু রয়েছে। এই রাজ্যের মহিলারা সেলাই মেশিন নিয়ে কাজ শুরু করতে পারেন।

বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের সুবিধা গ্রামাঞ্চলের মতো শহরের মহিলারাও পাবেন। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.india.gov.in-এ যান। ওয়েবসাইটের হোম পেজে বিনামূল্যে সেলাই মেশিনের লিঙ্ক পাওয়া যাবে। 

আরও পড়ুন

লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রের PDF প্রিন্ট আউট নিন। তারপর আবেদন ফর্মটি পূরণ করুন এবং ফর্মের সঙ্গে যুক্ত করুন প্রয়োজনীয় নথি। এরপর ফর্মটি সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীকে নির্বাচন করবেন আধিকারিকরা। আবেদন ঠিকঠাক হলে মিলবে সেলাই মেশিন।

কী কী লাগবে

- আধার কার্ড
-জন্মের শংসাপত্র
- আয়ের শংসাপত্র
- মোবাইল নম্বর
- পাসপোর্ট সাইজের ছবি

কারা যোগ্য

-আবেদনকারীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- শুধুমাত্র দেশের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেনছ।
-আবেদনকারীর স্বামীর বার্ষিক আয় ১২ হাজার টাকার বেশি থাকলে চলবে না।
-বিধবা এবং বিশেষভাবে শারীরিক সক্ষম মহিলারাও এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন।

Read more!
Advertisement
Advertisement