Advertisement

Cigarette Price After GST: কোক, পেপসি, সিগারেট এবং... আজ যে সব জিনিসের দাম বাড়ল, জানুন

GST রিফর্মের কারণে সোমবার থেকে নিত্যব্যবহার্য একাধিক জিনিসের দাম যেমন কমেছে তেমনই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন বেশ কয়েকটি জিনিসের দাম রাতারাতি অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। কী কী রয়েছে সেই তালিকায়?

কোন কোন জিনিসের দাম বাড়ল?কোন কোন জিনিসের দাম বাড়ল?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Sep 2025,
  • अपडेटेड 2:43 PM IST

সোমবার থেকেই দেশ জুড়ে কার্যকর হয়েছে GST-র নয়া রেট। যার ফলে দুধ, ঘি, পনির, মাখন থেকে শুরু করে তেল, সাবান, শ্যাম্পু অনেকটাই সস্তা হল। একইসঙ্গে দাম কমেছে TV, AC, ফ্রিজেরও। তবে এমন কিছু দ্রব্য রয়েছে, যেগুলির উপর কর বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এই তালিকায় রয়েছে ক্ষতিকর জিনিসগুলি যেমন কোল্ডড্রিঙ্কস, সিগারেট, তামাক ইত্যাদি। এই দ্রব্যগুলির উপর এবার থেকে লাগু হবে ৪০% GST। 

কোন কোন জিনিসের দাম বাড়ল?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লা থেকে GST সংস্কারের ঘোষণা করেছিলেন। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হল সেই নয়া GST কাঠামো। ১২ এবং ২৮%-এর স্ল্যাব দু'টি বাতিল করে দেওয়া হয়েছে। বদলে রাখা হয়েছে ৫ এবং ১৮% ক্যাটিগরি। তবে যে সমস্ত দ্রব্য কিংবা পরিষেবা নাগরিকদের জন্য ক্ষতিকর, তার উপর ৪০% GST চাপানো হয়েছে। ফলে রাতারাতি দাম বেড়েছে বেশ কিছু জিনিসের। 

স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকর যেমন পানমশলা, সিগারেট, গুটখা এবং ফাস্ট ফুডের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছে জুয়া, অনলাইন কয়েকটি গেমও। এগুলিতে এবার থেকে ৪০% GST লাগু হবে। সুপার লাক্সারি আইটেমগুলিও এই তালিকায় পড়ছে। যার মধ্যে রয়েছে লাক্সারি গাড়ি, প্রাইভেট জেট, ইয়ট, হেলিকপ্টার সহ কয়েকটি বাইক। 

স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকর যেমন পানমশলা, সিগারেট, গুটখা এবং ফাস্ট ফুডের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছে জুয়া, অনলাইন কয়েকটি গেমও। এগুলিতে এবার থেকে ৪০% GST লাগু হবে। সুপার লাক্সারি আইটেমগুলিও এই তালিকায় পড়ছে। যার মধ্যে রয়েছে লাক্সারি গাড়ি, প্রাইভেট জেট, ইয়ট, হেলিকপ্টার সহ কয়েকটি বাইক। 

দামি হল কোন কোন দ্রব্য? 
পানমশলা
গুটখা
চিবিয়ে খাওয়া যায় এমন তামাক
সিগারেট
সিগার
কার্বোনেটেড ড্রিঙ্কস
সুগার যুক্ত কোল্ডড্রিঙ্কস
ক্যাফেইন যুক্ত ড্রিঙ্কস
পেট্রোল গাড়ি (১২ হাজার সিসির বেশি)
ডিজেল গাড়ি (১৫ হাজার সিসির বেশি)
বাইক (৩৫০ সিসির বেশি)
সুপার লাক্সারি ইয়ট
প্রাইভেট জেট
নিজস্ব হেলিকপ্টার

উল্লিখিত দ্রব্যগুলির পাশাপাশি সরকার IPL ম্যাচের টিকিটের দামও বাড়িয়ে দিয়েছে। এই টিকিটে এবার থেকে কার্যকর হবে ৪০% GST। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement