Advertisement

Gas Cylinder: গ্যাস সিলিন্ডার গোল হয় কেন, চমকে দেওয়া কারণ

Gas Cylinder: গ্যাস সিলিন্ডার দেখার পর অনেকেই ভাবেন কেন এটি গোলাকার হয়? এলপিজি সিলিন্ডার হোক বা অক্সিজেন সিলিন্ডার, দুটোই গোলাকার আকৃতির হয়। এটাকে শুধু গোলাকার বানানোই নয়, সিলিন্ডারকে গোলাকার বানানোর পেছনে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ।

সিলিন্ডার। প্রতীকী ছবিসিলিন্ডার। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 20 Sep 2022,
  • अपडेटेड 3:28 PM IST
  • গ্যাস সিলিন্ডার গোল হয় কেন
  • চমকে দেওয়া কারণ
  • জানুন বিস্তারিত তথ্য

Gas Cylinder: গ্যাস সিলিন্ডারের আকৃতি নিয়ে অনেকের মনে নানারকম প্রশ্ন রয়েছে। গ্যাস সিলিন্ডার দেখার পর অনেকেই ভাবেন কেন এটি গোলাকার হয়? এলপিজি সিলিন্ডার হোক বা অক্সিজেন সিলিন্ডার, দুটোই গোলাকার আকৃতির হয়। এটাকে শুধু গোলাকার বানানোই নয়, সিলিন্ডারকে গোলাকার বানানোর পেছনে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ। জেনে নিন সেই সম্পর্কে বিশদে। 

কেন গোলাকৃতি করা হয়

সিলিন্ডার গোলাকৃতি করার পেছনের কারণ হল চাপ। যখন একটি তরল বা গ্যাস একটি পাত্রে বা ট্যাঙ্কে রাখা হয়, তখন এটি তার কোণে সর্বোচ্চ চাপ দেয়। এই অবস্থায়, যদি সিলিন্ডারটি বর্গাকার হয়, তবে এটি অবশ্যই ৪টি কোণ থাকবে। এ কারণে ভেতরে প্রচণ্ড চাপ জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি সিলিন্ডারটি বৃত্তাকার পরিবর্তে বর্গাকার বা অন্য কোন আকৃতির হয়, তবে এর কোণে চাপ থাকবে। এর থেকে গ্যাস লিকেজ বা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। ফলে বলা যেতে পারে যে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেই গ্যাসে সিলিন্ডারগুলি গোলাকৃতি করা হয়।

আরও পড়ুন

এছাড়াও, সিলিন্ডারের গোলাকার আকৃতির কারণে এটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ। এ কারণে গ্যাস সিলিন্ডারটিও গোলাকার। সিলিন্ডার তৈরিতে বিশেষ খেয়াল রাখা হয়। এলপিজি একটি গন্ধহীন গ্যাস। এটি অত্যন্ত দাহ্য। এমন অবস্থায় গ্যাস লিকেজের কারণে মানুষের জীবন বিপন্ন হতে পারে। এটি প্রতিরোধ করার জন্য, সিলিন্ডারে তীব্র গন্ধযুক্ত ইথাইল মারকাপটানও যোগ করা হয়, যাতে গ্যাস লিকের গন্ধ সনাক্ত করা যায়। কারোর বাড়িতে গ্যাস লিকেজ হলে সে আগে থেকেই সতর্ক হয়ে যান। বড় দুর্ঘটনা এড়ানো যায়।

Read more!
Advertisement
Advertisement