Advertisement

Post Office Job: পোস্ট অফিসে প্রচুর কাজের সুযোগ, মোটা ইনকাম, কীভাবে আবেদন? বিস্তারিত

অনেকের কাছেই কাজ নেই। তাই তাঁরা আয়ের পথ খোঁজেন। বিশেষত, গ্যারেন্টেড ইনকামের রাস্তার সন্ধান চান। কিন্তু সেই পথ দেখতে পান না। যদিও আপনার এই সমস্যার সমাধান করে দিয়েছে পোস্ট অফিস। এই সরকারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করে আপনি অনায়াসে কামিয়ে নিতে পারেন মোটা টাকা কমিশন। 

পোস্ট অফিসে চাকরিপোস্ট অফিসে চাকরি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2026,
  • अपडेटेड 10:51 AM IST
  • গ্যারেন্টেড ইনকামের রাস্তার সন্ধান চান
  • এই সমস্যার সমাধান করে দিয়েছে পোস্ট অফিস
  • এই সরকারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করে আপনি অনায়াসে কামিয়ে নিতে পারেন মোটা টাকা কমিশন

অনেকের কাছেই কাজ নেই। তাই তাঁরা আয়ের পথ খোঁজেন। বিশেষত, গ্যারেন্টেড ইনকামের রাস্তার সন্ধান চান। কিন্তু সেই পথ দেখতে পান না। যদিও আপনার এই সমস্যার সমাধান করে দিয়েছে পোস্ট অফিস। এই সরকারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করে আপনি অনায়াসে কামিয়ে নিতে পারেন মোটা টাকা কমিশন। 

কী জানাচ্ছে পোস্ট অফিস? 
যুবক-যুবতীদের সেরা সুযোগ দিচ্ছে ভারতের ডাক বিভাগ। তারা দেশের অধিবাসীদের পোস্ট অফিসের সঙ্গে যুক্ত হওয়ার দিচ্ছে আহ্বান। তাতেই প্রতিমাসে মিলবে গ্যারেন্টড ইনকাম।

কী সুযোগ? 
পোস্ট অফিসের তরফে জানা গিয়েছে, চিঠি-পার্সেল বুকিং করে এবং ডেলিভারির মাধ্যমে করা যেতে পারে রোজগার। এক্ষেত্রে প্রত্যেকটি ডেলিভারি বা বুকিংয়ের জন্য পাবেন নির্দিষ্ট কমিশন।

কোথায় মিলবে কত টাকা? 

পরিষেবা বুকিংয়ে মিলবে মিলবে কমিশন- 

  • স্পিড পোস্টে পাবেন ডাক শুল্কের ৩০ শতাংশ পর্যন্ত
  • দেশীয় পার্সেল বুকিংয়ের ক্ষেত্রে পাবেন ডাক শুক্লের উপর ২৫ শতাংশ শুল্ক
  • আন্তর্জাতিক ডকুমেন্টের ক্ষেত্রে ডাক শুল্কের ১৬ শতাংশ মিলবে

পার্সেল ডেলিভারির মাধ্যমে কীভাবে উপার্জন হবে?
ডাক বিভাগের তরফে জানান হয়েছে, ৩ কেজি পর্যন্ত পার্সেলে ১৫ টাকা পর্যন্ত কমিশন পাবেন। এছাড়া পরবর্তী প্রতি কেজিতে মিলবে ৫ টাকা পর্যন্ত। 

এছাড়া ক্যাশ অন ডেলিভারি কালেকশনে পার্সেল প্রতি অতিরিক্ত ১০ টাকা মিলবে বলে জানা যাচ্ছে। 

কীভাবে মিলবে টাকা? 
পোস্ট অফিস একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে টাকা মার যাওয়ার কোনও আশঙ্কা নেই। যেমন কাজ করবেন, তেমনই মিলবে কমিশন। এক্ষেত্রে আপনার কমিশন হিসেব করে সরাসরি ব্যাঙ্কে জমা হবে টাকা। পাশাপাশি ডিজিটাল ওয়ালেটেও মিলতে পারে পাওনা। 

কোথায় যোগাযোগ? 
এখানে কাজ করার জন্য কী যোগ্যতা দরকার, কত বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে ইত্যাদি বিষয়গুলি এখনও জানান হয়নি পোস্ট অফিসের পক্ষ থেকে। বরং তাদের পক্ষ থেকে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। 

আর যাঁরা গিয়ে যোগাযোগ করতে চাইছেন না, তাঁরা ফোন করে এই বিষয়ে বিশদে জেনে নিতে পারেন। সেক্ষেত্রে ৯৪৩৩১২১৫৫৪/৯৮৩০৯৩৭৭৭৫/০৩৩২২১২ ০২৪২ নম্বের যোগযোগ করুন। সেখান থেকে আপনাকে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে।

 

Read more!
Advertisement
Advertisement