Advertisement

Gold Price Fall: সোনার দাম ১০ দিনে ১০ হাজার টাকা কমেছে, আরও নামবে রেট?

ক্র্যাশ করেছে সোনা এবং রুপোর দাম। জানলে অবাক হয়ে যাবেন, গত ১০ দিনে ভারতীয় অভ্যন্তরীণ মার্কেটে সোনার দাম কমেছে ১০ হাজার টাকারও বেশি। যদিও শুধু ভারতে নয়, সারা পৃথিবীতেই নিম্মমুখী সোনার দাম। 

সোনার দাম কি কমতে পারে?সোনার দাম কি কমতে পারে?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Nov 2025,
  • अपडेटेड 5:03 PM IST
  • গত ১০ দিনে ভারতীয় অভ্যন্তরীণ মার্কেটে সোনার দাম কমেছে ১০ হাজার টাকারও বেশি
  • শুধু ভারতে নয়, সারা পৃথিবীতেই নিম্মমুখী সোনার দাম
  • কমোডিটি মার্কেট থেকে স্টক মার্কেট, সর্বত্রই কমছে সোনা ও রুপোর দাম

ক্র্যাশ করেছে সোনা এবং রুপোর দাম। জানলে অবাক হয়ে যাবেন, গত ১০ দিনে ভারতের অভ্যন্তরীণ মার্কেটে সোনার দাম কমেছে ১০ হাজার টাকারও বেশি। যদিও শুধু ভারতে নয়, সারা পৃথিবীতেই নিম্মমুখী সোনার দাম। 

কীভাবে সোনার দাম কমছে? 
অত্যন্ত দ্রুত গতিতে ভারতে কমে যাচ্ছে সোনার দাম। কমোডিটি মার্কেট থেকে স্টক মার্কেট, সর্বত্রই কমছে সোনা ও রুপোর দাম। এই তো মঙ্গলবার সোনা এবং রুপোর দাম অনেকটাই পড়েছে। এক্ষেত্রে ৫ ডিসেম্বর এমসিএক্স-এ গোল্ড এক্সপায়ারিতে সোনার দাম ১৬০০ টাকা কমে যায় ট্রেডিং সেশনে। যদিও সেখান থেকে শেষে কিছুটা ওঠে দাম। তবুও আগের দিনের থেকে ৫০০ টাকা কম ছিল সোনার দাম। তাতে ১০ গ্রাম সোনার দাম গিয়ে দাঁড়ায় ১১৯৭৪৯ টাকা। ও দিকে রুপোর দামও অনেকটাই কমেছে। এটি ৩০০০ টাকা কমে এখন রয়েছে ১.৪৪ লাখে। 

গত ১০ দিনে কমেছে ১০ হাজার টাকা
দেশের মার্কেটে সোনার দাম অনেকটাই কমেছে। বিশেষত, দীপাবলির পর থেকে প্রায় রোজই তলিয়ে যাচ্ছে এ সব ধাতু। ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটের দিকে তাকালে জানা যাচ্ছে, মাত্র ১০ দিনে ১০৪৫৫ টাকা কমে গিয়েছে সোনার দাম। 

এরপর কী হবে? 
এই বিষয়টা নিয়ে কিছুই নিশ্চিত করে বলতে চাইছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে, এখন সোনা ও রুপোর দাম কমার পিছনে রয়েছে প্রফিট বুকিং। আসলে যাঁরা অনেকদিন আগে সোনা কিনেছিলেন, তাঁরা এখন ভাল লাভ পেয়েছেন। যার ফলে এখনই বেচে দিতে চাইছেন তাঁরা। তাতে লাভের অঙ্ক বাড়িতে প্রবেশ করছে।   

এছাড়া সোনার দাম কয়েকদিন কমায়, অনেক রিটেলারই টাকা ঢালতে চাইছে না। সেই কারণেও দাম কমছে বলে খবর। 

তবে এই ট্রেন্ড কি চলবেই? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞদের একাংশ বলছে, এখনই সোনার দামে ডাউন ট্রেন্ড শুরু হওয়া কঠিন। কারণ, বিশ্বের কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক কিনছে সোনা। যার ফলে বাজারে চাহিদা রয়েছে। পাশাপাশি বিনিয়োগের অন্যতম সেফ রাস্তা হল সোনা। তাই এখনই সোনার দাম খুব একটা পড়ার আশঙ্কা কম। বরং এই ধাতুতে এখনও ভরসা করা যেতে পারে। 

Advertisement

যদিও বিশেষজ্ঞরা আগেই জানিয়ে দিয়েছেন যে, চলতি বছরে অনেকটা রিটার্ন দিয়ে ফেলেছে সোনা। তাই এখন একটু কারেকশন চলবে। এটা খুব একটা ভয়ের কিছু নয়। বরং এখন ধৈর্য ধরতে হবে।

যদিও এই নিবন্ধ পড়ে কোনও বিনিয়োগ করবেন না। বরং নিজের বুদ্ধি লাগিয়ে, রিসার্চ করে করুন বিনিয়োগ। পারলে বিশেষজ্ঞের নিন পরামর্শ।
 

 

Read more!
Advertisement
Advertisement