Advertisement

Gold Price Falls: সোনার দাম হুড়মুড়িয়ে কমল, আজ কলকাতায় Gold Rate কত?

অবশেষে দাম কমল সোনার। মঙ্গলবারই সোনার দামে সর্বকালীন রেকর্ড হয়েছিল। ১ লাখ ছাড়িয়েছিল দাম। বুধবার অবশেষে কিছুটা স্বস্তি মিলল। কমল সোনার দাম। যার জেরে কিছুটা হাঁফ ছাড়লেন ক্রেতারা। গত কয়েক দিন ধরে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে চিন্তায় পড়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। আগামী সপ্তাহেই অক্ষয় তৃতীয়া। এই সময় সোনা কেনার চল রয়েছে। ফলে দাম কমায় অনেকটাই স্বস্তিতে সকলে। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে... 

সোনার দাম কমল।সোনার দাম কমল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Apr 2025,
  • अपडेटेड 1:21 PM IST
  • অবশেষে দাম কমল সোনার।
  • মঙ্গলবারই সোনার দামে সর্বকালীন রেকর্ড হয়েছিল।
  • ১ লাখ ছাড়িয়েছিল দাম।

অবশেষে দাম কমল সোনার। মঙ্গলবারই সোনার দামে সর্বকালীন রেকর্ড হয়েছিল। ১ লাখ ছাড়িয়েছিল দাম। বুধবার অবশেষে কিছুটা স্বস্তি মিলল। কমল সোনার দাম। যার জেরে কিছুটা হাঁফ ছাড়লেন ক্রেতারা। গত কয়েক দিন ধরে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে চিন্তায় পড়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। আগামী সপ্তাহেই অক্ষয় তৃতীয়া। এই সময় সোনা কেনার চল রয়েছে। ফলে দাম কমায় অনেকটাই স্বস্তিতে সকলে। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে... 

কলকাতায় সোনার দাম কত? 

বুধবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯ হাজার ১৫ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ২৯০ টাকা। অর্থাৎ, সোনার দাম কমল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৮৩৫ টাকা। গতকাল দাম ছিল ১০ হাজার ১৩৫ টাকা। ফলে সোনার দাম কমল। 

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৯০ হাজার ১৫০ টাকা। গতকাল ছিল ৯২ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮ হাজার ৩৫০ টাকা। গতকাল ছিল ১ লক্ষ ১ হাজার ৩৫০ টাকা। 


প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। গত মার্চ মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।
 

Read more!
Advertisement
Advertisement