সোনার দামে বড়সড় পতন। গত কয়েক দিন ধরে যে হারে সোনার দাম বাড়ছিল, তাতে অনেকটাই স্বস্তি মিলল শুক্রবার। কলকাতায় ১০ গ্রাম সোনার দাম একধাক্কায় অনেকটা কমল। যার জেরে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরা। রেহাই পেলেন ক্রেতারাও। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে...
কলকাতায় সোনার দাম কত?
শুক্রবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯ হাজার ১৫ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ১৩০ টাকা। অর্থাৎ, সোনার দাম কমল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৮৩৫ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ৯৬০ টাকা। ফলে সোনার দাম কমল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৯০ হাজার ১৫০ টাকা। গতকাল ছিল ৯১ হাজার ৩০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮ হাজার ৩৫০ টাকা। গতকাল ছিল ৯৯ হাজার ৬০০ টাকা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। অক্ষয় তৃতীয়ার আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। তারপরে কিছুটা কমেছিল দাম। গত মার্চ মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।