মলমাস ভাদ্র মাসের শুরুতে সোনা ও রুপো দামে কোনও ওঠানামা হয়নি। ১৮ অগাস্ট বাজার খোলার সঙ্গে সঙ্গেই সোনার দাম কমেছে। অন্যদিকে রুপোর দামেও ওঠানামা দেখা গেছে।
মলমাসে বিয়ে বা শুভ কাজের জন্য সোনার গয়না কেনা থেকে বিরত থাকেন ক্রেতারা। ফলে এই সময় সোনার চাহিদা অনেকটা কম থাকে। যে কারণে দামও অনেকটা কমে। তাই বিনিয়োগের জন্য এই সময় সোনা কিনলে লাভবান হবেন।
২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত?
আজ, ২০ অগাস্ট ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১,০০, ১৫০ টাকা। ২২ ক্যারেটের দাম রয়েছে ৯১ হাজার ৮০০ টাকা। গতকালের তুলনায় দাম অনেকটাই কমেছে। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি।
১৮ ক্যারেটের দাম কত?
সস্তায় ভালো সোনা চাইলে ১৮ ক্যারেট কিনতে পারেন। প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ৭৫ হাজার ১১০ টাকা।
রাশিয়া-ইউক্রেন আলোচনা এবং মার্কিন-চিন শুল্ক যুদ্ধবিরতি সোনার মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা হ্রাস করেছে। ক্রমাগত পতনের কারণে বিনিয়োগকারীরা ভাবছেন সেপ্টেম্বর থেকে সোনার দাম কি আরও কমবে? মনে করা হচ্ছে, সেপ্টেম্বর মাসে সোনার দাম খানিকটা কমতে পারে।