সোনার দাম আরও কমল। গতকালের পর মঙ্গলবারও সোনার দাম কমায় স্বস্তিতে ব্যবসায়ীরা। পয়লা বৈশাখের আগে গত কয়েক দিন ধরে সে হারে সোনার দাম বাড়ছিল, তাতে চিন্তায় পড়েছিলেন ক্রেতারা। চলতি মাসের শেষে অক্ষয় তৃতীয়া। এদিন সোনা কেনার চল রয়েছে। তার আগে সোনার দাম কমায় খানিকটা স্বস্তিতে ক্রেতারা। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে...
কলকাতায় সোনার দাম কত?
মঙ্গলবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ২২৫ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ২৮৫ টাকা। অর্থাৎ, সোনার দাম কমল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৯৭৩ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ৩৮ টাকা। ফলে সোনার দাম কমল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৮২ হাজার ২৫০ টাকা। গতকাল ছিল ৮২ হাজার ৮৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮৯ হাজার ৭৩০ টাকা। গতকাল ছিল ৯০ হাজার ৩৮০ টাকা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। মার্চ মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, গত বছর অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।