Advertisement

আজ এক ভরি সোনার গয়না বানাতে কত খরচ পড়বে? GST, মেকিং চার্জ-সহ দাম জানুন

মধ্যবিত্তের নাগালের বাইরে গিয়ে এখন সর্বকালীন রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা। সারা দেশের মতো কলকাতাতেও চিত্রটা একই। গতকালের তুলনায় আজ কলকাতা তথা রাজ্যজুড়ে সোনার দাম বেড়েছে ৩০০০ টাকা/১০ গ্রাম।

এক ভরি সোনার গয়না বানাতে কত খরচ?এক ভরি সোনার গয়না বানাতে কত খরচ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 5:40 PM IST
  • রেকর্ড গড়ার পরেও বেড়েই চলেছে সোনার দাম।
  • এখন সর্বকালীন রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা।
  • কলকাতা তথা রাজ্যজুড়ে সোনার দাম বেড়েছে ৩০০০ টাকা/১০ গ্রাম।

রেকর্ড গড়ার পরেও বেড়েই চলেছে সোনার দাম। সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে গিয়ে এখন সর্বকালীন রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা। সারা দেশের মতো কলকাতাতেও চিত্রটা একই। গতকালের তুলনায় আজ কলকাতা তথা রাজ্যজুড়ে সোনার দাম বেড়েছে ৩০০০ টাকা/১০ গ্রাম। 

এক ভরি সোনায় ১১.৬৬৪ গ্রাম সোনা ধরা হয়। সেই বিচারে কলকাতায় সোনার দাম কত হয়? দেখে নেওয়া যাক।

কলকাতায় আজ, ২০ জানুয়ারি ১ গ্রাম সোনার দাম রয়েছে  ১৪,০৯৫ টাকা। অর্থাৎ এই রেট অনুযায়ী ১১.৬৬৪ গ্রাম সোনা বা এক ভরি সোনার দাম পড়বে ১ লক্ষ ৬৪ হাজার ৪০৪ টাকা। 

তবে সোনা কিনতে গেলে শুধুমাত্র সোনার দাম হিসেব করলে হবে না। এর সঙ্গে জুড়তে হবে GST ও মেকিং চার্জও। সোনার উপরে বর্তমানে GST রয়েছে ৩ শতাংশ। অর্থাৎ GST বাবদ দিতে হবে আরও ৪৯৩২ টাকা। এরপর আসে TCS। সাধারণত TCS হিসেবে প্রায় ১ শতাংশ টাকা চার্জ করা হয়। সেক্ষেত্রে আরও ১৪০০ টাকা জুড়তে হবে। অর্থাৎ সব মিলিয়ে এক ভরি সোনা বাবদ দিতে হবে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ৭৩৬ টাকা।  

এর উপর আবার জুড়তে হবে মেকিং চার্জও। তবে এই মেকিং চার্জ গয়নার ডিজাইনের উপর ভিন্ন ভিন্ন হতে পারে। তবে এক ভরি সোনা দিয়ে সাধারণ ডিজাইনের গয়না বানাতেও ৭০০০ থেকে ১০ হাজার টাকা লাগতে পারে। সেক্ষেত্রে এক ভরি সোনা বানাতে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা খরচ হবে কলকাতাবাসীর।

(উপরে উল্লিখিত রেট ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলারি অ্যাসোশিয়েসন-এর দাম মেনে করা হয়েছে। রাজ্যের বহু দোকানি এই রেট ফলোও করে সোনা-রুপোর দাম নির্ধারণ করেন।)


 
Read more!
Advertisement
Advertisement