Gold Price Hike: পয়লা বৈশাখের আগে রেকর্ড ছুঁল সোনার দাম। প্রতিদিন চরচর করে হলুদ ধাতুর দাম বাড়ছে। আজ চৈত্র সংক্রান্তিতেও রেহাই নেই। আগামিকাল, ১৪ এপ্রিল অর্থাৎ রবিবার পয়লা বৈশাখ। অনেকেই এই শুভদিনে সোনা-রুপো কেনেন। তবে এবারের দামের ছ্যাঁকায় কতটা বিক্রি-বাট্টা হবে সংশয়ে বিক্রেতারা। আজ, শনিবারই ৭০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সোনার দর। কলকাতায় কত দাম? রইল আজকের সোনা-রুপোর দাম।
আজ কলকাতায় সোনার দাম
বিশ্ববাজারে অনেক কেন্দ্রীয় ব্যাঙ্ক বিপুল পরিমাণ সোনা কিনে মজুত রাখছে। ফলে দেশ জুড়েই সোনার দাম বেড়ে যাচ্ছে। কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম দিনকয়েক আগেই ৭০ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। এবার হলমার্ক গয়না সোনাও ৭০ হাজার টাকা পেরিয়ে গেল। শনিবার, ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৭০,৩৫০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার দাম ৭৪, ০০০। ১০ গ্রাম পাকা সোনার বাট ৭৩, ৬৫০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি।
আজ কলকাতায় রুপোর দাম
পাল্লা দিয়ে দাম বাড়ছে রুপোরও। ১ কেজি রুপোর দাম ৮৪,৪০০ টাকা। রুপোর বাটের দাম বেড়ে হয়েছে ১ কেজি ৮৪, ৩০০ টাকা।
গত তিন মাসে সোনার চাহিদা বেড়েছে চিনে। তারা প্রচুর পরিমাণে সোনা মজুত করেছে। আপাতত সোনার মূল্যবৃদ্ধি জারি থাকবে। সামনে বিয়ের মরশুমে সাধারণ মানুষ কী করবেন তা নিয়ে মাথায় হাত ক্রেতা ও ছোট বিক্রেতাদের। সামনে অক্ষয় তৃতীয়াতেও দামের ছ্যাঁকায় হাত পুড়বে আম জনতার।