Advertisement

Gold Price Today: ৪ দিন পর এক ধাক্কায় ২ হাজার বাড়ল সোনার দাম, এখন কত টাকা ভরি?

সোনার দাম (Gold Rate) বেড়েই চলেছে। নিত্যদিনই যেন নতুন রেকর্ড। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) থেকে শুরু করে পাড়ার গয়নার দোকান, সর্বত্রই সোনার দাম গগনচুম্বী। রিপোর্ট অনুযায়ী, এই প্রথমবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৫ হাজার টাকার গণ্ডি পার করল।

সোনার দাম বাড়ল।সোনার দাম বাড়ল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2025,
  • अपडेटेड 12:20 PM IST

সোনার দাম (Gold Rate) বেড়েই চলেছে। নিত্যদিনই যেন নতুন রেকর্ড। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) থেকে শুরু করে পাড়ার গয়নার দোকান, সর্বত্রই সোনার দাম গগনচুম্বী। রিপোর্ট অনুযায়ী, এই প্রথমবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৫ হাজার টাকার গণ্ডি পার করল। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ও ট্রেড ওয়ারের (Trade War) জটিলতায় বিনিয়োগকারীরা শেয়ার বা অন্য কোথাও বিনিয়োগে ভয় পাচ্ছে। এমন পরিস্থিতিতে সোনাতেই বেশি বিনিয়োগ করছেন তাঁরা। আর সেই কারণেই সোনার দাম ক্রমেই বেড়ে চলেছে।

MCX-এ সোনার রেট 

MCX অনুযায়ী, ৫ জুন সোনার রেট ছিল ৯৩,২৫২ টাকা প্রতি ১০ গ্রাম। গত সপ্তাহের শেষে, অর্থাৎ ১৭ এপ্রিল, সেই রেট দাঁড়ায় ৯৫,২৩৯ টাকা প্রতি ১০ গ্রাম। মাত্র চার দিনেই দাম বেড়েছে ১,৯৮৭ টাকা।  

গয়নার বাজারেও সোনার দাম বাড়ছে

MCX-এর মতোই দেশের বাজারেও সোনার দাম বেড়েছে। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) সূত্রে খবর, সপ্তাহের শুরুতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৯৩,১০২ টাকা। ১৭ এপ্রিল তা বেড়ে হয় ৯৪,৯১০ টাকা। অর্থাৎ, এক সপ্তাহেই দাম বেড়েছে ১,৮০৮ টাকা।

আরও পড়ুন

ক্যারেট সোনার রেট (প্রতি ১০ গ্রাম)

  • ২৪ ক্যারেট: ₹৯৪,৯১০

  • ২২ ক্যারেট: ₹৯২,৬৩০

  • ২০ ক্যারেট: ₹৮৪,৪৭০

  • ১৮ ক্যারেট: ₹৭৬,৮৮০

  • ১৪ ক্যারেট: ₹৬১,২২০

  • উল্লেখযোগ্য, উপরের রেটে মেকিং চার্জ ও GST ধরা হয়নি। এগুলি যোগ হলে দামে পরিবর্তন আসতে পারে। IBJA প্রতিদিন সোনা ও রূপোর আপডেটেড রেট প্রকাশ করে। তবে মেকিং ও কর মিলিয়ে সোনার দোকান হিসাবে দামের পার্থক্য হতে পারে। 

    সোনা-রূপোর রেট কীভাবে জানবেন?

    সোনার দাম SMS-এ জানতে হলে মিসড কল দিন ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে। কিছুক্ষণের মধ্যেই SMS-এ রেট পাঠানো হবে। অথবা IBJA-এর অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com-এ গিয়েও রেট দেখে নিতে পারেন।

    সোনার খাঁটি মান বোঝার উপায়

    সোনার গয়না কেনার সময় তার খাঁটি মান (Purity) জেনে নেওয়া জরুরি। ২৪ ক্যারেট সোনায় লেখা থাকে ৯৯৯, ২৩ ক্যারেটে ৯৫৮, ২২ ক্যারেটে ৯১৬, ২১ ক্যারেটে ৮৭৫ এবং ১৮ ক্যারেটে ৭৫০। গয়নার গায়ে এই হালমার্ক দেখা থাকলেই সোনার ক্যারেট সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

    Read more!
    Advertisement
    Advertisement