Advertisement

Gold Price Dropped: সামান্য কমল সোনার দাম, জানুয়ারির শেষে আরও কমতে পারে? রইল আজকের রেট

লাগাতার দামবৃদ্ধির পর আদ সামান্য কমল সোনার দাম। চলতি মাসের শুরু থেকেই সোনার দাম হু হু করে বাড়তে শুরু করে। ৭৭ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায় সোনার দাম। তবে আজ খানিকটা দাম কমায় আশার আলো দেখছেন সোনায় বিনিয়োগকারী ও ক্রেতারা। মাসজুড়ে লাগাতার সোনার দামে ওঠানামা লেগেই রয়েছে। আজ কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কত রয়েছে জেনে নিন।

আজকের সোনার দামআজকের সোনার দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2025,
  • अपडेटेड 9:50 AM IST

লাগাতার দামবৃদ্ধির পর আদ সামান্য কমল সোনার দাম। চলতি মাসের শুরু থেকেই সোনার দাম হু হু করে বাড়তে শুরু করে। ৭৭ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায় সোনার দাম। তবে আজ খানিকটা দাম কমায় আশার আলো দেখছেন সোনায় বিনিয়োগকারী ও ক্রেতারা। মাসজুড়ে লাগাতার সোনার দামে ওঠানামা লেগেই রয়েছে। আজ কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কত রয়েছে জেনে নিন।

আজ কলকাতায় সোনার দাম
আজ মঙ্গলবার অর্থাৎ ২৮ জানুয়ারি কলকাতায় সোনার দাম রয়েছে প্রতি ১০ গ্রামে ২২ ক্যারেটে ৭৬, ৭৫০ টাকা।  ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৮০, ৭৫০ টাকা। সেই সঙ্গে পাকা সোনার বাটের দাম রয়েছে ৮০, ৩৫০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও গয়না সোনার ক্ষেত্রে মেকিং চার্জ। আজ ১০ গ্রাম রুপোর বাটের দাম রয়েছে ৯০, ০৫০০ টাকা।

এর আগে সোমাবার সোনার দাম ছিল ২২ ক্যারেট ১০ গ্রাম ৭৭, ০৫০ টাকা। গত সপ্তাহে লাগাতার বেড়েছে সোনার দাম। জানুয়ারির শেষে আরও কমতে পারে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ১ ফেব্রুয়ারি ২০২৫-এ বাজেটের আগে ও পরে সোনার দামে কিছুটা পরিবর্তন হবে।

সোনার বিশুদ্ধতা পরীক্ষা করবেন কীকরে?
সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য ISO (ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন) দ্বারা হল মার্ক দেওয়া হয়। ২৪ ক্যারেট সোনার গয়নার ওপর ৯৯৯, ২৩ ক্যারেটের উপর ৯৫৮, ২২ ক্যারেটের উপর ৯১৬, ২১ ক্যারেটের ওপর ৮৭৫ এবং ১৮ ক্যারেটের ওপর ৭৫০ লেখা রয়েছে। বেশিরভাগ সোনা ২২ ক্যারেটে বিক্রি হয়। কিছু মানুষ ১৮ ক্যারেটও ব্যবহার করে। ক্যারেট ২৪ এর বেশি হয় না এবং ক্যারেট যত বেশি হয়, সোনা তত বেশি খাঁটি হয়।

Read more!
Advertisement
Advertisement