Advertisement

Gold Price Today: সোনার দামে খানিকটা স্বস্তি, আজ কিনলে অনেকটাই সস্তা; জানুন কত রেট

Gold Price Today: ৭৬ হাজারের গণ্ডি থেকে একধাক্কায় পড়ল সোনার দাাম। দীপাবলির পর থেকেই খানিকটা কমেছে দাম। সোমবার, ৪ নভেম্বর সামান্য কমেছিল। আজ, ৫ নভেম্বর সোনার দামে সামান্য পতন হয়েছে। সোনা সবসময়ই বিনিয়োগকারীদের প্রথম পছন্দ। তাই সোনা কেনার পরিকল্পনা করে থাকলে অবশ্যই সর্বশেষ দাম দেখে নিন। 

আজকের সোনার দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2024,
  • अपडेटेड 1:04 PM IST

৭৬ হাজারের গণ্ডি থেকে একধাক্কায় পড়ল সোনার দাাম। দীপাবলির পর থেকেই খানিকটা কমেছে দাম। সোমবার, ৪ নভেম্বর সামান্য কমেছিল। আজ, ৫ নভেম্বর সোনার দামে সামান্য পতন হয়েছে। সোনা সবসময়ই বিনিয়োগকারীদের প্রথম পছন্দ। তাই সোনা কেনার পরিকল্পনা করে থাকলে অবশ্যই সর্বশেষ দাম দেখে নিন। 

ভারতে সোনার দাম ২২ ক্যারেট সোনার জন্য প্রতি গ্রাম ৭,৩৫৫ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৮,০২৪ টাকা।

আজ ভারতে সোনার দাম কত?
আজ ভারতে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৭৩,৫৫০ টাকা। প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৮০, ২৪০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। 

কলকাতায় সোনার দাম কত দেখে নিন
কলকাতায় সোনার দাম আগের থেকে খানিকটা কমেছে। ৭৬ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল ২২ ক্যারেট গয়না সোনা। ধনতেরাস ও দীপাবলিতে সোনার দাম ছিল প্রতি গ্রামে ৭৬, ১৫০ টাকা। ৫ দিন পর অনেকটা কমে এখন সোনার দাম হয়েছে ৭৫,১৫০ টাকা প্রতি ১০ গ্রাম। সেই সঙ্গে দিতে হবে জিএসটি ও মেকিং চার্জ। আজ ২৪ ক্যারেট সোনার দাম ৭৯,০৫০ টাকা প্রতি ১০ গ্রাম। 

স্বর্ণ ব্যবসাীদের আশঙ্কা, দাম বেড়ে হলমার্ক সোনা ৮০ হাজারের গণ্ডি ছুঁতে পারে। ফলে এই সময়ে সোনা কিনলে অনেকটাই লাভ। এরপর বিয়ের মরশুমে আরও চড়তে পারে দাম।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement