সোনার মূল্যবৃদ্ধি বিরামহীন। বেড়েই চলেছে দাম। দেশজুড়ে ২৪ ও ২২ ক্যারেট সোনার দাম গত কয়েকদিনে হু হু করে বেড়েছে। বুধবারের তুলনায় আজ প্রতি গ্রামে ৫৫ টাকা করে সোনার দাম বেড়েছে। লক্ষ্মীপুজো ও ধনতেরাসের আগে সোনার দাম কমতে পারে কি? কী বলছে বিশেষজ্ঞরা? জানুন।
কলকাতায় আজ সোনার দাম কত?
আজ দশমী, বৃহস্পতিবা অর্থাৎ ২ অক্টোবর প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ১১,৮৬৯ টাকা। ২২ ক্যারেটে প্রতি গ্রাম সোনার দাম ১০,৮৮০ টাকা। ১৮ ক্যারেটের দাম রয়েছে ৮,৯০২ টাকা। এর সঙ্গে জিএসটি অন্তর্ভুক্ত।
কলকাতায়, বুধবার ১ অক্টোবর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১০, ৮৭৫০ টাকা ছিল। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১১, ৮৬৪০ টাকা ছিল।
সোনা ও রুপোর দাম বাড়ছে কেন?
সোনা ও রুপোর দাম ওঠানামা করে বিশ্বব্যাপী সোনার চাহিদা, বিভিন্ন দেশের মুদ্রার মূল্য এবং সুদের হার ইত্যাদির ওপর ভিত্তি করে। দুর্গাপুজোয় প্রতিটি দিন সোনার দা বেড়েছে। লক্ষ্মীপুজোর আগে সোনার দাম খুব বেশি পরিবর্তন হবে না। সামনে ধনতেরাস ও দিপাবলি। উৎসবের আগে সোনার দাম আরও বাড়তে পারে। আপাতত দাম কমার কোনও ইঙ্গিত নেই বলেই বিশেষজ্ঞ মহল জানাচ্ছে।