Gold Rate Today: জিএসটি পরিবর্তনের কারণে, দেশে জিনিসপত্রের দাম সস্তা হতে চলেছে। ২২ সেপ্টেম্বর থেকে নতুন দাম ধার্য হতে চলেছে। একই সঙ্গে কমছে সোনার দামও। লাগাতার দামবৃদ্ধির পর আজ অনেকটা কমল। আজ, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, শনিবার সোনা অনেকটা সস্তা হয়েছে। তবে দামি হয়েছে রুপো। জানুন আজ কলকাতায় ১৮, ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম কত রয়েছে?
আজ কলকাতায় সোনার দাম কত রয়েছে?
আজ, শনিবার ১৩ সেপ্টেম্বর ২২ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি গ্রামে ১০, ১৯০ টাকা। ২৪ ক্যারেটের দাম রয়েছে প্রতি গ্রাম ১১, ১১৭ টাকা। যেখানে ১৮ ক্যারেটের দাম রয়েছে ৮, ৩৩৭ টাকা। এরসঙ্গে জিএসটি অন্তর্ভুক্ত হবে।
গতকালের থেকে ১১ টাকা কমেছে সোনার দাম। শুক্রবার কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম লক্ষ ছুঁয়েছে। ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১০,২০০ টাকা। ২৪ ক্যারেটের দাম ১১,১২৮ টাকা। ১৮ ক্যারেটের দাম রয়েছে ৮,৩৪৬ টাকা।
শনিবারের রুপোর দাম
আজ ১৩ সেপ্টেম্বর রুপোর দাম বেড়েছে। আজ, ১০ গ্রাম রূপার দাম ১০ টাকা বৃদ্ধির পর ১৩৩০ টাকায় বাজারে পাওয়া যাবে, যেখানে গতকাল এই দাম ছিল ১৩২০ টাকা।
ভারতীয় বাজারে সোনার গয়নার প্রচুর চাহিদা প্রচুর। বিশেষ করে মহিলারা সোনা কেনেন। বিনিয়োগ হিসেবে সোনাকে সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করা হয়। কিন্তু যে হারে সোনার দাম বাড়ছে তাতে চাইলেও সোনার গয়না কেনা দায়। বিয়ে থেকে উপহারে মাথায় হাত পড়েছে। ভাদ্র-আশ্বিন কাটলেই শুরু হবে বিয়ের মরশুম। তার আগে সোনা বিক্রিতেও ভাটা পড়েছে। এই পরিস্থিতিতে ১৮, ১৪ ও ৯ ক্যারেট সোনায় ভরসা রাখছে মানুষ।