Advertisement

Gold Price Today: লাখ টাকা পার সোনা, ৯ ক্যারেটে গড়ান গয়না, কতটা সস্তা আর টেকসই?

মার্কিন ফেড সুদের হার কমানোর প্রত্যাশার মধ্যে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সোনা ও রুপোর দামে বিরাট বেড়েছে। দামবৃদ্ধির সঙ্গে সঙ্গে রুপোর দাম আবারও নতুন রেকর্ডে পৌঁছেছে। ট্রাম্পের ট্যারিফ নীতির পর থেকে সোনার দাম হু হু করে বাড়তে থাকে। ১ লাখের গণ্ডি পেরিয়েছে হলমার্ক গয়না সোনা। কেনার আগে কত দাম তা জেনে নেওয়া উচিত। 

আজকের সোনার দামআজকের সোনার দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2025,
  • अपडेटेड 1:16 PM IST

মার্কিন ফেড সুদের হার কমানোর প্রত্যাশার মধ্যে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সোনা ও রুপোর দামে বিরাট বেড়েছে। দামবৃদ্ধির সঙ্গে সঙ্গে রুপোর দাম আবারও নতুন রেকর্ডে পৌঁছেছে। ট্রাম্পের ট্যারিফ নীতির পর থেকে সোনার দাম হু হু করে বাড়তে থাকে। ১ লাখের গণ্ডি পেরিয়েছে হলমার্ক গয়না সোনা। কেনার আগে কত দাম তা জেনে নেওয়া উচিত। 

কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম
কলকাতায় ১২ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম লক্ষ ছুঁয়েছে। ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১০,২০০ টাকা। ২৪ ক্যারেটের দাম ১১,১২৮ টাকা। ১৮ ক্যারেটের দাম রয়েছে ৮,৩৪৬ টাকা। এর সঙ্গে জিএসটি যোগ হবে।

ভারতীয় বাজারে সোনার গয়নার প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে মহিলাদের মধ্যে। কিন্তু যে হারে সোনার দাম বাড়ছে তাতে মহিলারা চাইলেও সোনার গয়না কিনতে পারছেন না। সোনা বিক্রিতেও ভাটা পড়েছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে কারণে আগামী দিনে সোনার গয়নার বিক্রি বাড়তে পারে। কারণ ৪০ হাজার টাকারও কম দামে ১০ গ্রামের সোনার গয়না কিনতে পারবেন।

৯ ক্যারেটের সোনার গয়না, সিদ্ধান্ত সরকারের
সোনা এতটাই দামি হয়ে গেছে যে গ্রাহকেরা ২২ বা ১৮ ক্যারেটের পরিবর্তে সস্তায় ৯ ক্যারেটের গয়না কিনতেও আগ্রহী। পকেটের উপর কম বোঝা পড়ে বলে মানুষ কম ক্যারেটের সোনার গয়না কেনার দিকেই ঝুঁকছেন। সাধ্যের মধ্যে সাধ পূরণ হয়। অতএব, গ্রাহক বিষয়ক মন্ত্রকের অধীনে কাজ করা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) জুলাইয়ে ঘোষণা করেছে, এখন ৯ ক্যারেট সোনার গয়নাতেও হলমার্কিং বাধ্যতামূলক করা হবে। সরকারের যুক্তি হল যে ৯ ক্যারেট সোনার হলমার্কিং মানুষকে জালিয়াতির হাত থেকে রক্ষা করবে।

এই সময় গয়না কিনে শখ মেটাতে হলে ৯ বা ১৮ ক্যারেট সোনা কিনতে পারেন। তবে বিনিয়োগের জন্য লাখ টাকা খরচ করে ২২ বা ২৪ ক্যারেটই কেনা শ্রেয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement