বিয়ের মরশুমে সোনার দামে ওঠানামা লেগেই রয়েছে। কখনও সোনার দাম বাড়ছে তো আবার কখনও কমছে। সোনা শুধু অলঙ্কার নয়, সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। আবার সোনা বিপদ-আপদে বড় সম্বলও বটে। তাই অনেকেই সোনা কিনে রাখেন। বিশেষ করে বিয়ের মরশুমে অনেকেই উপহার হিসেবে সোনা দেন। তাই এই সময় সোনার বিশেষ চাহিদা থাকে। তবে, সোনার দাম গত কয়েক দিন ধরেই বদলাচ্ছে। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...
কলকাতায় সোনার দাম কত?
শুক্রবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭ হাজার ১৬০ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৯০ টাকা। অর্থাৎ, সোনার দাম সামান্য বাড়ল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৮১১ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৭৩৫ টাকা। ফলে সোনার দাম খানিকটা বাড়ল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭১ হাজার ৬০০ টাকা। গতকাল ছিল ৭০ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৮ হাজার ১১০ টাকা। গতকাল ছিল ৭৭ হাজার ৩৫০ টাকা।
অক্টোবর মাসেও সোনার দামে ওঠানামা চলেছিল। সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। তার আগে, অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।