সামনেই বিয়ের মরশুম। যারা সোনা ও রুপো কেনার কথা ভাবছেন তারা আজই করবেন নাকি অপেক্ষা করবেন? দিন কয়েক সোনা ও রুপোর দাম কমেছিল। এরপর ফের হু হু করে বাড়ছে সোনার দাম। সোনার বাজারে আবারও ওঠানামা শুরু হয়েছে। আজ কলকাতায় সোনার দাম কত?
আজ কলকাতায় সোনার দাম কত?
আজ, ৩ জুলাই বৃহস্পতিবার কলকাতায় সোনার দাম বেড়েছে। ২২ ক্য়ারেট প্রতি গ্রাম সোনার দাম ৯,১০৫ টাকা। ২৪ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে ৯,৯৩৩ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে ৭, ৪৫০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। গতকালের তুলনায় ফের বাড়ল দাম।
গতকাল ২ জুলাই বুধবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ছিল ৯,০৬৫ টাকা। ২৪ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ছিল ৯,৮৮৯ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ছিল ৭, ৪১৭ টাকা। লাগাতার কয়েকদিন পতনের পর বাড়ছে সোনার দাম।
সোনার দামের ওঠানামা
প্রকৃতপক্ষে, বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করে। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্য যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। দেশীয় সোনার বাজারে দাম কমছিল, যা ফের বাড়ছে। গত বছর জুলাই মাসে ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে ৬৮ হাজার টাকায়। ২০২৫-এ সেই দাম পেরিয়েছে ১ লাখের গণ্ডি। আগামী বছরেই সোনার দাম ১.২৫ লক্ষ টাকা-১.৫০ লক্ষ টাকায় পৌঁছতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।